নির্বিরোধী মানুষটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন হঠাৎ করে। প্রতিভাবান লিরিক রাইটার, ইতিহাস নিয়ে যার ব্যাপক আগ্রহ, গল্প ও লিখেন চমৎকার- সবই ঠিক ছিল, কারো সাথে কোন ঝামেলাও নেই.................
যত বিপত্তি যেন বেঁধে গেল তার সেরা ব্লগার মনোনয়ন পাওয়ার পর। মোটামুটি তারে টেনে টুনে নামানোর ভালই একটা চেস্টা চলছে। তিনি কতটুকু যোগ্য সেটার চেয়ে তাকে টেনে নামানোর বিষয়টুকু অনেক বেশী দৃস্টিকটু হয়ে দেখা দিল। পরিমন্ডল ভিন্ন হলেও অনেক ইউনুসের মত হয়ে গেল ব্যাপারটা। তার ক্ষুদ্র ঋন দিয়ে দেশের কি লাভ হল না হল সেটার চেয়েও তাকে কি করে টেনে নামানো যায় সে নিয়েই যেন প্রতিযোগীতা।
কে কি হল সেটা নিয়ে আসলে তেমন মাথা ব্যাথা নেই.............কিন্তু বেচারা সরল মানুষটি যেন হুদাই আলোচনার প্রাদপ্রদীপে এসে বিপদে পড়ে গেলেন নিজের নির্বিরোধ জীবনে..............
দিনশেষে আসলে একটাই কথা- আমরা বাঙ্গালীরা আসলেই একটা মাল .............