সেরা ১০ সুন্দরী গেমিং মডেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আসুন আমি আজকে আপনাদের গেমিং ওয়ার্ডে গবেষকদের মতে সেরা ১০ জন সুন্দরী মডেলের নাম ও বর্ণনা দিব। অনেক গবেষকের দলই অনেক ভিন্ন ভিন্ন সিলেকশন করেছে। আমি সেটাই দিচ্ছি যেটা আমার নিজের বিচারের সাথে মিলে যাচ্ছে। আপনাদের ভাল লাগতে পারে। তবে আমার ভাল লাগে। আর বর্তমানে গেমের ক্যারেক্টারগুলো দেখে বোঝার উপায়ই নাই যে এরা বাস্তব না। এর কারন হল বর্তমানে প্রতিটা AAA কোয়ালিটি গেমের প্রায় প্রতিটা ক্যারেক্টারই কোন মডেলকে দেখে করা হয়। তবে এক্সট্রা যা করা হয় তা হল মডেলদের যা ক্ষুত আছে তা মেইন গেমে দেয়া হয়না। আর এনিমেশনের জন্য ব্যবহার করা হয় মোশন ক্যাপচার যাতে বাস্তব মানুষের নড়াচড়া থেকে শুরু করে বিড়ালের নড়াচড়াও রেকর্ড করে নেয়া হয়। তবে মাস উফেক্ট এবং রেসিডেন্ট ইভিল ৫ গেমে একটু নতুন জিনিস ব্যবহার করা হয়েছে যা যুগান্তকারী। মাস ইফেক্টে ব্যাবহার করা হয়েছে 3D Scanning যার মাধ্যমে মডেল তৈরী করা হয়েছে। এটা সাধারনত ব্যবহার করা হয় চিকিৎসাক্ষেত্রে এবং গবেষণার কাজে বিশেষ করে আর্কিওলোজিস্টেরা ব্যবহার করে। আর রেসিডেন্ট ইভিল ৫ এ ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম মোশন ভিউ। যাতে মোশন ক্যাপচারের ক্যামেরা মোশন নিয়ে তা নিজেই সরাসরি মডেলে এ্যাপ্লাই করে তা ক্যামেরার লেন্সে দিয়ে দেয় দেখার জন্য আর মোশনকে ক্যাপচার করে রাখে। এখন আশা যাক সুন্দরীদের কথায়। আমি ১০ থেকে ১ এর নাম ও কিছু বর্ণনা দিলাম। তার সাথে গেমের নাম ও একটি ছবিও দিলাম আপনাদের সুবিধার্থে।
১০. Alyx Vance [Half Life 2]
বিখ্যাত হাফলাইফ ২ এর নায়িকা। সে একেবারে আহামরি সুন্দরী না তবে স্মার্ট। সে টেকনোলজিতে বেশ জ্ঞানী। সে শটগান ব্যবহার করতে জানে। তার কথা বলা ধরন একেবারেই টেকনোলজিতে অভিজ্ঞ ব্যাক্তির মত। একেবারে আহামরি কিছু মনে না হলেও গবেষকদের মতে সে গেমিং জগতে ১০ম স্থানের সুন্দরী।
০৯. Joanna Dark [Perfect Dark]
পার্ফেক্ট ডার্ক সিরিজের নায়িকা। দেখতে সুন্দরী। স্মার্ট এবং অস্ত্র চালাতে অভিজ্ঞ। সে ভয়াবহ অগ্নিয়াস্ত্র চালাতেও পটু। তার শারীরিক ভঙ্গি আকর্ষনীয় এবং দেখতে অনেকটা ব্রিটিশদের মত। তার মন কোমল না বরং একটু জটিল এবং শক্তই।
০৮. Eva [Metal Gear Solid]
মেটাল গিয়ার সলিড ৩ এ ভালভাবে উপস্থিতি লক্ষ্য করা যায়। পরের ভার্সনেও আছে তবে বয়স্ক। তবুও বয়স্ক হলেও সে তরুনীদের মতই স্মার্ট। দেখতে অত্যন্ত সুন্দরী। মেইন নায়ক ওল্ড স্নেকের সাথে বেশ কিছু অন্তরঙ্গ মুহুর্ত গেমে আছে। সে একজন এজেন্ট এবং স্মার্টভাবেই তার দায়িত্য পালন করে। এতকিছু করার পরও সে শক্ত হৃদয়ের অধিকারি না। এত জটিল এবং কঠিন কাজ পুরুষদের পাশাপাশি করার পরও সে অত্যন্ত কোমল।
০৭. BloodRayne [BloodRayne]
অনেকেই বলে মহিলা ভ্যামপায়ারদের চেয়ে সুন্দরী আর নাই। ব্লাড রাইন দুইটা ব্লেড ব্যবহার করে অস্ত্র হিসেবে। তবে সে বন্দুকও ব্যবহার করে। এ্যাথলেটিক মুভমেন্ট। প্রচুর পরিমানে লাফালাফি করতে পারে। অনেক সহজেই খুন করে। দেখতে সুন্দরীই বলতে হয়।
০৬. Nina Williams [Tekken Series]
অনেকেই হয়ত চিনবেন। টেকেন সিরিজের নিনা এবং অ্যানা দুজন একে অপরের শত্রু। সে একজন নিনজা। সে নিমেষের মধ্যেই তার বডি স্কিলের সাহায্যে শত্রুকে মেরে ফেলতে পারে। সে অস্ত্র ব্যবহারেও পারদর্শী তবে সে খালি হাতেই সহজেই খুন করতে পারে। আপনি যদি কাউকে খুন করতে খুনি খুজেন তাহলে নিনা আপনার প্রথম পছন্দ হবে।
০৫. Ada Wong [Resident Evil]
সে রেসিডেন্ট ইভিল সিরিজের লাল জামা পরিহৃত একজন সুন্দরী এবং সাহসী এজেন্ট। যে জম্বিসহ অনেক ক্ষতিকর প্রাণীদেরকেই সহজেই নিজের জন্মগত অধিকার মনে করে খুন করে। সে সহজেই অনেক ওজনসম্পন্ন অস্ত্র বহন এবং ব্যবহার করতে পারে। তার সাথে আছে শারীরিক কশরত। সে অনেক সহজেই অন্যের মন ভুলাতে পারে।
০৪. Christie [Dead or Alive]
যদিও এই সিরিজের গেমের প্রতিটা নারী চরিত্রই দেখতে একই রকম তবুও ক্রিস্টি অন্য রকম। তার চুল শর্টকাট। সিনেমাতেও সে অত্যন্ত খোলামেলা পোশাকে থাকে। খুবই বেশি পরিমানে অশ্লীল অঙ্গভঙ্গি করে। তবে সে বেশ ভাল মারামারি জানে। আপনি মাটিতে পরার আগেই শুন্যে আপনাকে সে তিনটা কম্বো দিতে পারে। ভলিবল খেলাতে সে বেশ কিছু অপরাজেও মুভ দিতে পারে।
০৩. Samus Aran [Metroid]
এই সিরিজের প্রথমদিকে আর্মরের কারনে বোঝাই যেত না যে সে মেয়ে। তবে পরেরদিকে মাঝে মাঝে আর্মর খুলে আসার কারনে বোঝা যায়। সে আমাদের গ্যালাক্সির একজন যোদ্ধা। সে আমাদের পক্ষ থেকে লড়ছে। সে দেখতে সুন্দরী। বর্তমান ভাসনগুলোতে সে ব্রুটাল কম্বোও দেয়। সে কোমল মনের অধিকারী।
০২. Lara Croft [Tomb Rider]
আশাকরি লারাকে চেনে না এমন গেমারের সংখ্যা হাতে গোনা। লারার সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। সে চমৎকার জিমনাস্টিক মুভমেন্টে পারদির্শী। সে প্রাচীন ফাদের পাজল সলভ করতে পারে। সে অত্যন্ত জ্ঞানী। সে ব্রিলিয়ান্ট হবার পাশাপাশি দেখতেও খুবই সুন্দরী এবং আবেদনময়ী। সে বন্দুক ব্যবহার করে খেলনার মত সহজেই যদিও আমি বুঝিনা যে কার খেয়ে দেয়ে কাজ নেই এমন একজন সুন্দরীর সাথে মারামারি করবে। তবুও সে তার শত্রুকে সামনা সামনি খালি হাতেও মারতে পারে।
০১. Rachel [Ninja Gaiden]
এবারের নিনজা গাইডেনে একাধিক নায়িকা থাকলেও আগের ভার্সনে সে একাই ছিল। দেখতে না বিদেশী না বাঙ্গালী। তবে যাই হোক খুবই সুন্দরী। সে অস্ত্র হিসেবে বন্দুক ব্যবহার করলেও মেইন অস্ত্র হল বিশাল এক ওয়ারহ্যামার। অনেকেরই মনে হতে পারে যে এত বড় অস্ত্র এই সুন্দরী কিভাবে নাড়াচাড়া করে। তবে যাই হোক তার নিজস্ব কিছু নিনজা স্টাইল আছে। গেমটা টিম নিনজার তৈরী। আশাকরি বুঝতেই পারছেন টিম নিনজার তৈরী নারী চরিত্রগুলোর বডি মুভমেন্ট কেমন হয়।
আমার অবশ্য এই লিস্টের মধ্যের ৮ এবং ১ নং কে খুবই ভাল লাগে। আর একটা কথা, ছবিগুলিকে শ্লীল করার জন্য যথেষ্ট ক্রপ করতে হয়েছে, দুঃখিত।
২৮টি মন্তব্য ৩০টি উত্তর
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন