আনুবিস: প্রাচীন মিশরের শেয়ালমুখো দেবতা
প্রাচীন মিশরীয় দেবতা আনুবিস। মৃত্যু, সমাধি সৌধ এবং মমির দেবতা ছিলেন আনুবিস। দেবতা আনুবিসের শরীর মানুষের মতো অথচ মাথা শেয়াল মতো- যা এক গা ছমছমে অন্ধকার রহস্যময়তা সৃষ্টি করে। উপকথা মতে প্রাচীন মিশরে দেবতা আনুবিসই প্রথম মমি তৈরি করেছিলেন- যা এক অভিনব পরকালবাদী ধর্মবিশ্বাসের জন্ম দেয় এবং পরবর্তী যুগের সেমিটিক ধর্মমতগুলিকে প্রভাবিত করে ...
মিশরীয় শেয়াল। দেবতা আনুবিসের শরীর মানুষের মতো অথচ মাথা শেয়াল মতো। এর কারণ কি? প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত শেয়াল-এর ভিতরে বাস করে পবিত্র আত্মা । বিড়ালের মতোই প্রাচীন মিশরে শেয়ালও ছিল পূজনীয়।
দেবদেবীর সৃষ্টি নিয়ে প্রাচীনকালে মিশরীয় পুরোহিতরা সৃষ্টিতত্ত্ব রচনা করেছিল। সেই সঙ্গে রচনা করেছিল দেবতাদের কুলপুঞ্জী। সেই কালপঞ্জীতে দেবতাদের আত্বীয়স্বজন কথা উল্লেখ করা হয়েছে। প্রাচীন মিশরের দেবদেবীরা একে অন্যের সঙ্গে সর্ম্পকিত ছিল। প্রাচীন মিশরীয় সৃষ্টিতত্ত্বে দেবদেবীর জন্ম হয়েছিল মিশরীয় নগর হেলিয়াপোলিস এ।
মানচিত্রে প্রাচীন হেলিয়াপোলিস এর অবস্থান। এখানেই আনুবিসের উপাসনা কেন্দ্রটি রয়েছে। মিশরীয় সৃষ্টিতত্ত্বে ৯ জন আদি দেবদেবীর কথা বলা হয়েছে। একত্রে এদের বলা হয় Ennead। আনুবিস এননিয়াডের অন্যতম।
আনুবিস এর জন্ম নিয়ে নানা মত প্রচলিত আছে। তবে সবচে নির্ভরযোগ মত হল- আনুবিসের বাবা ছিলেন দেবতা ওসিরিস এবং মা দেবী নেপথিস। উপকথামতে দেবতা ওসিরিস কে খুন করেছিল তারই ভাই সেথ। হত্যার পর দেবতা ওসিরিস-এর মৃত দেহটি চৌদ্দ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল ।
তারপর?
তারপর দেবী আইসিস সেই বিচ্ছিন্ন দেহখন্ড জড়ো করেছিল।
তাকে সাহায্য করেছিল আইসিস-এর বোন দেবী নেপথিস। নেপথিস সম্পর্কে সেথ এর স্ত্রী এবং বোন। ( এভাবেই প্রাচীন পুরাণগুলি বিচিত্র এবং রোমাঞ্চকর ...)
যা হোক। কেবলমাত্র এক দিনের জন্য দেবতা ওসিরিস-এর পুনুরুত্থান ঘটেছিল। এবং ওই দিনেই নেপথিস আর ওসিরিস-এর মিলন হয়। এবং আনুবিস এর জন্ম হয়। কেননা বলা হয়েছে- আনুবিস-এর বাবা ওসিরিস এবং মা দেবী নেপথিস ...
আনুবিস
যা হোক। আনুবিস তার বাবা ওসিরিস মৃতদেহটি মমি করে রাখে ...
আর এভাবে প্রাচীন মিশরে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা ।
কেননা, প্রাচীন মিশরে এটিই প্রথম মমি। এরপর প্রাচীন মিশরে এই বিশ্বাস ছড়িয়ে যায় যে চিরন্তন পরকালের জন্য একটি ভৌত শরীর অনিবার্য । যেহেতু ভৌত শরীর বাদে আত্মার থিতু হবার আর কোনও স্থান নেই। ভৌত শরীরের অভাবে আত্মা চিরদিনের জন্য স্থানচূত্য হয়ে যাবে। এ কারণেই মৃতদেহটি যত দিন সম্ভব টিকিয়ে রাখা প্রয়োজন। এই টিকিয়ে রাখার পদ্ধতিই -‘মমি’।
মমি ও আনুবিস
আনুবিস-এর নামে এই অভিনব পরকালবাদী ধারণাটি প্রচলিত বলেই আনুবিস কে মনে করা হয় মৃত্যু, সমাধিসৌধ (পিরামিড) ও মমির দেবতা। শুধু তাই নয় .... মৃতের দেশে মৃতকে প্রবেশাধিকার দেয় আনুবিস । এ কারণেই শেষকৃত্যানুষ্ঠানে আনুবিসের উদ্দ্যেশে প্রার্থনা করা হয় ...
প্রাচীন মিশরে সমাধিসৌধে যে সব পুরোহিত ধর্মীয় কৃত্য পরিচালনা করত তারা আনুবিসের স্মরণে শেয়াল-এর মুখোশ পরত ।
প্রাচীন মিশরের ধর্মবিশ্বাস ছিল আনুবিসকে ঘিরে। প্রাচীন মিশরে এমন ধারণা প্রচলিত ছিল যে ... কারও মৃত্যু হলে মৃত ব্যক্তি মৃতের দেশে প্রবেশ করে। সেই মৃতের দেশ কে বলা হত এবং সেই অথই শূন্যতাময় অন্ধকার দেশটি ছিল অত্যন্ত বিপদজনক স্থান। আনুবিস আত্মাকে স্বাগত জানাত এবং আত্মার যাত্রাপথে সুরক্ষা নিশ্চিত করত। এ কারণেই শেষকৃত্যানুষ্ঠানে আনুবিসের উদ্দ্যেশে প্রার্থনা করা হয় ... মৃতের দেশে আনুবিস-এর ভূমিকা সম্বন্ধে জনৈক মিশরবিদ লিখেছেন, .... The final place in the Underworld was the Judgement Hall where the Court of Osiris decided on their fate. Anubis the God of the Dead would lead the dead in the Underworld at the Hall of Two Truths to a set of scales where his or her heart was weighed against the feather of truth and their fate would be decided - either entrance into the perfect afterlife or to be sent to the Devourer of the Dead
... এতে বোঝা যায় দেবতা আনুবিস-এর উপকথা কী ভাবে পরবর্তীকালের সেমিটিক ধর্মসমূহে প্রভাবিত করেছে। খ্রিস্টপূর্ব ৯০০ খ্রিস্টাব্দের পূর্বে হিব্রুভাষীরা প্রাচীন মিশরে ছিল। তারা আনুবিসের উপকথায় প্রভাবিত হয়ে থাকবে ...
আনুবিস-এর প্রার্থনাগৃহ। এটি ছিল হেলিয়াপোলিস-এ। (উপরে মানচিত্র দেখুন) ... মিশরীয় জনগনের বিশ্বাস ছিল হেলিয়াপোলিসে ছিল দেবতার বাস। কেবলমাত্র ফারাও ও পুরোহিত আনুবিস এর প্রার্থনাগৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারত। তবে প্রার্থনাগৃহে প্রবেশের আগে তাদের পাথরের গভীর জলাশয়ে প্রক্ষালন করে শুদ্ধ হয়ে নিতে হত। (পানির সঙ্গে শুদ্ধতার সম্পর্ক অনেক প্রাচীন ... এসব কারণে পরবর্তীকালে সেমিটিক ধর্মসমূহে মিশরের গুরুত্ব অনেক ...)
আনুবিস এর প্রার্থনাগৃহের অভ্যন্তরভাগ। এখানে সাধারণ জনগনের প্রবেশ নিষেধ ছিল। তারা কেবল উপহার নিয়ে প্রার্থনাগৃহের মূল ফটক অবধি আসতে পারত। পুরোহিত উপহার গ্রহন করত।
আনুবিস এর অন্য নাম আনপু এবং ইনেপু। স্ত্রীর নাম আনপুট। এদের কন্যার নাম কাবেচেট।
আনুবিস-মুখোশ। এই গা ছমছমে অন্ধকার রহস্যময়তার জন্য প্রাচীন মিশরের মৃত্যুর দেবতা আনুবিসকে নিয়ে আজও কৌতূহলের শেষ নেই ...
তথ্যসূত্র:
Click This Link
http://www.kingtutshop.com/freeinfo/anubis.htm
http://www.egyptianmyths.net/anubis.htm
ছবি: ইন্টারনেট
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন