Paulo Coelho
পাওলো কোয়েলোর দেশ ব্রাজিল। ওখানকার লোকে তাঁকে মরমী লেখক হিসেবে চেনে। বলেছেন, When life makes us face difficult situations—such as a personal loss—we have to understand that eternity is taking one more step.
লালন বলেছেন,আত্বতত্ত্ব জানে যাঁরা শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।
এ দুটো কথার যোগসূত্র নিয়ে ভাবা যায়।
ভাবা উচিত।
সবাই যখন বিভ্রান্ত ...
কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।
নিরাকারের তরে তুমি নুরী ছিলে ডিম্ব অবতরী।
সাকারে সৃজন গঠলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে।
নিরাকারের নিগম ধ্বনি সেও সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল আদমের ধড়ে জান হইলে।
আত্বতত্ত্ব জানে যাঁরা শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।
Paulo Coelho