এসএসসি: প্রশ্ন এবারও ফাঁস হলো:
পরীক্ষা নেওয়ারই দরকারই কি? ১৯৭২-এর ম্যাট্রিকের মতো সবাইরে পাশ করাইয়া দিলেইতো লেঠা চুকে যায়। সবাই গোল্ডেন এ। কিন্তু জানে না কিছুই। গরিবের পোলাপাইন বাপের পয়সা দিয়া সারা বছর স্কুলে যাইব কিন্তু শিক্ষিত আর হইতে পারবো না।
বড় সাহেবদের পোলাপাইনতো আর বাংলা মিডিয়ামে পড়ে না, ইংলিশ মিডিয়ামে পড়ে। এ লেভেল, ও লেভেল পরীক্ষায় প্রশ্ন ফাঁস হইছে এরকম কথা কখনো শুনা যায় নাই।
আওয়ামিলীগ ক্ষমতায়, আর পরিক্ষায় নকল এবং ব্যাংক লুঠ হবে না, এটা আশাই করা যায় না।
খবর: Click This Link
আগের মতো এবারও প্রশ্ন এসেছে ফেইসবুকে এবং তা পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে।
তিন ঘণ্টার পরীক্ষা দুপুর ১টায় শেষ হওয়ার পর পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফেইসবুকে আসা প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।
বিষয়টি জানানো হলেও শিক্ষা কর্মকর্তারা প্রশ্ন ফাঁস হওয়ার কথা মানতে নারাজ।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসে ২০ লাখের বেশি শিক্ষার্থী। এসএসসিতে এবার অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে সব বোর্ডের পরীক্ষা।
গত বছর এসএসসির পর জেএসসি এমনকি প্রাথমিক সমাপনীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত কিছু দিন ধরে কড়া হুঁশিয়ারি দিচ্ছিলেন।
কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে ২৫ মিনিট আগে একাধিক ফেইসবুক ও মেসেঞ্জার গ্রুপে উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন পাওয়া যায়।
পরীক্ষা শুরুর ঠিক ২৪ মিনিট আগে ‘“@@@@ bangla 2nd Paper @@@@@’ নামে একটি মেসেঞ্জার গ্রুপে ইমেজ আকারে আসে বাংলা প্রথম পত্র ‘খ’ সেট বহুনির্বাচনী প্রশ্ন। তা বাংলা প্রথমপত্রের পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে মিলে যায়।
ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন ফাঁসের ঘোষণা আসে এভাবেই ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন ফাঁসের ঘোষণা আসে এভাবেই
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করা হলেও তাতে শৈথিল্যই দেখা গেছে।
যেভাবে মিলল প্রশ্ন
‘PSC • JSC • SSC • HSC Exam Helping Center’ নামক একটি ফেইসবুক গ্রুপে ১ ফেব্রুয়ারি রাত ১২ টা ৪৯ মিনিটে Sadia Islam Setu নামক ফিইসবুক আইডি থেকে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হয়। পোস্টে লেখা হয় “SSC Q 2018
BANGLA 1ST PAPER FREE TE DIBO
JADER LAGBE INBOX ME।”
ওই ফেইসবুক আইডিতে রাত ১২টা ৫০ মিনিটে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা হলে “@@@@ bangla 2nd Paper @@@@@” নামক একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে বলা হয়।
গ্রুপে যুক্ত হওয়ার পর, সকাল ৯টা ৩৬ মিনিটে MD Tamim Khan নামক এক আইডি থেকে ‘খ’ সেটের প্রশ্নের ছবি দেওয়া হয়। একইসাথে হাতে লেখা দুটি উত্তরপত্রের ছবিও দেওয়া হয়।
রীক্ষা শেষে Sadia Islam Setu নামের সেই ফেইসবুক আইডি থেকে পরবর্তী প্রশ্ন ফাঁসের কথা জানিয়ে একটি মেসেজ পাঠানো হয়।
“শুনো সবাই আজকে আমরা জাস্ট দেখলাম যে কাজ হবে কি না, এখন শিওর যে কাজ হবে। আর আজকে রাতে তোমাদের ৩ সেট রিটেন দিয়া দিমু ওইগুলা পড়লেই কমন আর MCQ সকালে ৮.৩০ থেকে ৯.০০ টার মধ্যে আন্সার সহ দিমু।।।। আশা করি সবাই বুঝতে পারছো।।।।।।।।
প্রশ্ন মূল্য 300/- মাএ
প্রশ্ন নিতে চায়লে ADMIT CARD ER ছবি দেন
অথবা 200/- ADVANCE”
https://bangla.bdnews24.com/bangladesh/article1454828.bdnews
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯