আমরাতো বিচার চাই না....ফাসি চাই। আর বিচার কে করবে? যে দেশের প্রধান বিচরাপতি বলেন "আইনশৃঙ্খলাবাহিনী কাউকে গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করছেন না। এটি গ্রহণযোগ্য নয়।"view this link সে দেশে বিচার চাওয়া ও পাওয়া দুরাশা মাত্র।
আমরা কতটা আইনহীন বর্বর জাতিতে পরিনত হয়েছি যে প্রধান বিচরাপতিও জানেন না যে আইনশৃঙ্খলাবাহিনী কাউকে গ্রেফতার করলে তাকে আদালতের সামনে হাজির করতে হয়, গণমাধ্যমের সামনে না।
এরকম দেশে যার জোর আছে সে অন্যকে চড় মারবে, কান ধরে উঠবস করাবে তাতে কার কি বলার আছে?
আজকে নাসিম ওসমান এক শিক্ষককে কান ধরে উঠবস করিয়েছেন, এর আগে সেনা বাহিনী পার্কে ছেলেপেলেদের কে কান ধরে উঠবস করিয়েছে, RAB আসামি ধরে নিয়ে রাতের আধারে গুলি করে মারছে, ম্যাজিস্ট্রেট কলেজ শিক্ষকে পা ধরে মাফ চাইয়েছেন..... ..ঘটনা কিন্তু একই "মব জাস্টিস" মানে অভিযুক্ত্ কে due process ছাড়াই বেআইনি শাস্তি প্রদান।
আসলে আইনের শাসন কি এই জিনিসটাই আমরা জাতি হিসাবে বুঝতে পারিনা। কিছুদিন আগে Australian court একটি ডাকাতি মামলা বাতিল করে দেয় কারন পুলিস ওয়ারেন্ট ছাড়া আসামির বাগানে ঢুকেছিলো.......যদিও ডাকাতির মাল সে বাসায় পাওয়া যায় তার পরও শুধু মাত্র ওয়ারেন্ট ছাড়া আসামির বাগানে ঢুকার কারনে আদালত মামলাটি বাতিল করে দেয়। এটাই আইনের শাসন। আর আমাদের পুলিস মনে হয় ওয়ারেন্ট কি তাই ভুলে গিয়েছে (Click This Link)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮