ইদানিং অনেক কিছুই ভুলে যাচ্ছি
এই যেমন সকালে উঠে রাতের কথা ভুলে যাচ্ছি
সকালে কি করেছিলাম, দাঁত মেজেছি কিনা বা
সকালের ওষধ টা খেয়েছি কিনা কিংবা
চারা গাছ গুলোকে পানি দিয়েছি কিনা,
দুপুর না হতেই বেমালুম ভুলে যাচ্ছি সব।
রাত বিরেতে ভুলে যাচ্ছি আজ কি বার ছিল কিংবা
নামাজে দাঁড়িয়ে ভুলে যাচ্ছি কোন রাকাতে আছি!
ভুলে যাচ্ছি মানুষের নাম, ঠিকানা, আমার প্রিয় জিনিষ আর
ভুলে যাচ্ছি, এই যা, ভুলে গেলাম কি ভুলে গেছি সে বিষয়।
আরে মশাই আপনি আর কি ভুলছেন?
ছেলে তার বাবা মা কে ভুলে যাচ্ছে
রেখে যাচ্ছে বৃদ্ধাশ্রমে,
নেতা ভুলছে জনগন কে, তাদের গুরু দায়িত্ব কে আর রক্ষক ভুলে গিয়ে হয়ে যাচ্ছে ভক্ষক।
দেশ যাচ্ছে রশাতলে আর আপনি আসছেন আপনার এই প্যাঁচাল নিয়ে
ছাঁড়ুন তো মশাই, অনেক সুখে আছেন। ভুলে যাচ্ছেন,
যান ভুলে, সুখে থাকুন, ভুলে থাকুন।
আমি ভাবছি, ভুলে যাচ্ছি, আবার মনে করার ছেষ্টা করছি।
ভুলে যাচ্ছি সব, আবার নতুন করে মনে করার চেষ্টা করছি।
রাত ১ঃ১১
তারিখ- ৬/১১/২০১৮