ঝিরি ঝিরি বাতাস বইছে
হ্যাঁ একটু পরে হয়তো কাল বৈশাখী তে রূপ নেবে
ঝড়ে উড়ে যাবে রাস্তার ধূলো
বা বারান্দায় শুকোতে দেওয়া
রং বেরঙ্গের কাপড় চোপড়
তা উড়ে যাক,
তাতে আমার কি?
জানালা টা বন্ধ করে দিলাম
নিকশ কালো আঁধারে
আগেই ছেঁয়ে গেছে প্রকৃতি
হ্যা তা ছেঁয়ে যাক
তাতে আমার কি?
জানালার পাশে ছুপটি করে বসে আছি
আচ্ছা, সে দিনের কথা কি মনে পড়ে?
তোমার চোখের ব্যালকনিতে দাঁড়িয়ে,
না অবশ্য দাঁড়িয়ে না!
আমি তো হরিয়ে গেছিলাম ঐ দুই চোখে
উত্থাল পাতাল বাতাস খেলা করছিল
কাল বৈশাখীর মত ঐ দুই চোখে।
আমি মনে হয় উড়েই যাচ্ছিলাম সেই বাতাসে!
তোমার চোখের পাঁপড়ি আঁকড়ে ধরে
তবেই না শেষ রক্ষা;
অবশ্য মনে পড়া না পড়াতে কিছু যায় আসে না
আমি জানালার ধারে বসে আছি
একটু পরেই হয়তো কাল বৈশাখী শুরু হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ৮:২৫