মনে হচ্ছে নিজের ভেতরেই ফিরছি-
নিজের বলে কিছুই ছিলনা,ঘুম কিংবা স্বপ্ন
অথচ ঘুমের ভেতর জেগে থেকেই ফিরছি।
ফেরার পথ ছিল বলে,আজ এই গল্পের রাত-
সমুদ্র রাতেও জাগে চাঁদের মতন,তবু
অন্ধকার ভাঙার শব্দে ঢেউগুলো কেমন যেন
অর্ধেক রমণীর মতো জেগে উঠে শৈবাল শরীর নিয়ে।
মনের ভেতর কুয়াশা জমে, তাই চোখেও অন্ধকার
ভাঙার শব্দ হয়,অথচ কথা ছিল মধ্যাহ্ন হাওয়ায়
চিলদের মত উড়ে, আকাশ দৃষ্টি সহ,পলকে
মাছের চোখের ভেতর ছায়া রোগ হই।
ফেরার পথেই ফিরতে হয়, ফিরছি বলে-
পথ জুড়ে মায়া, আর পিছনে পথ ধুলো
দৃষ্টিও যেন আটকে যায় আলোর ভেতর;
তবুও পিছনে তাকিয়ে কেবল ফেরার জন্য,
ফিরছিতো সেই বাষ্পীয় আদ্রতা মাখা যন্ত্রে চড়ে
প্রিয় ''বেলাভো'' শহরের দিকে।
-১১/১১/১৪
ওল্ডহাম, ম্যানচেস্টার
১. ০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৫ ১