কখন বিচার চাইতে হয়? যখন বিচার যিনি করবেন তিনি বিচার করতে আগ্রহী নন... যে রাষ্ট্র আমরা গড়ে তুলেছি সেখানে যুদ্ধাপরাধীর বিচার চাইতে হয়, বঙ্গবন্ধুর খুনীদের বিচার চাইতে হয়, এমনকি ফাসিঁর আসামীর রায় কার্যকরের জন্য আমাদের আন্দোলন করতে হয়! তাহলে এ কেমন রাষ্ট্র? এর প্রশাসকরা আসলে কারা? তারা কি এই সমাজের মানুষ? আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদের ভোগান্তি ছাড়া কি কি সেবা দেয়? শিক্ষা? চিকিৎসা? আবাসন? যাতায়াত? খাদ্য? কোনটার জন্য আমাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না? ঢাকা পৃথিবীর সবচেয়ে নোংরা এবং বাজে শহর, বারবার পরিসংখ্যানে এই কথা আমরা শুনি, কই, শহরটাকে ভালো করার কোনো চেষ্টা চোখে পড়ে? তবুও নাগরিকদের নিয়মিত কর দিতে হয়, নাগরিক সেবা পাওয়ার জন্য ঘুষ দিতে হয় এবং কোনো নাগরিক সেবা সরকারি কর্মকর্তা আমলা আমাদের করলে মনে হয় যেন 'দয়া' করলেন! আমি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এই দয়া-দাক্ষিণ্য দেখে দেখে ক্লান্ত! আমলাদের, রাজনীতিকদের এবং কর্পোরেট ফোঁপর দালালদের নিপীড়ন দেখে দেখে এখন আর এই ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র আস্থা অবশিষ্ট নেই...
পৃথিবীর উন্নত দেশের একজন নাগরিকের যে সব সুরক্ষা তাদের রাষ্ট্র দেয় তার কোনটা আমরা পাই? গরীব দেশ বলে দিতে পারেন না? কোথায় গরীবী? এক কিলোমিটার রাস্তা তৈরি করতে আমেরিকায় যা খরচ হয়, বাংলাদেশে হয় তারচেয়ে বহুগুন বেশি! কেন? কারণ চুরি করতে হবে। কোথায় চুরি হচ্ছে না, কোথায় টাকা-বন-নদী-জল লোপাট হচ্ছে না? তবুও তো আমরা চুপ করে থাকি, সমর্থন করি, ভাবি সুদিন আসবে? কবে? কতটুকু এবং কতখানি খেলে পড়ে একসময় বলবেন, না, থাক, আর খাব না! রক্তচোষা ডাঁশের মত আমাদের শরীর থেকে শুষে নিচ্ছেন শেষ রক্তকনিকা!
যখন আমাদের মেয়েদের, মায়েদের, সন্তানদের মেরে ফেলে রাখেন বনে-ডাস্টবিনে-নর্দমায়... তখন আমরা ফরিয়াদ করি! এই কি বিচার? এই কি আমাদের প্রাপ্য? সন্তানের রক্তাক্ত নিথর শরীর নিয়ে আমরা কার কাছে যাব? আমাদের টাকায় প্রতিপালিত কুকুর আমাদের ছিঁড়ে খায়!
অতএব, রাস্তা বন্ধ করে, রোদে পুড়ে, নিজেদের কাজ ফেলে চলুন প্রতিবাদ করতে যাই! যা আমাদের এমনিতেই পাওয়াটা অধিকার! তনু হত্যার ঘটনা এমনভাবে এখন আমাদের মগজকে আচ্ছন্ন করেছে যে বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাট হাপিশ! সুন্দরবন হাপিশ! আরও কত কিছু হারাচ্ছি তার কতটুকু জানি?
আজ ২৫ মার্চ, গণহত্যা শুরুর রাত... সেই দিনের নিহত স্বজনদের স্মরণের ক্ষণ... আগামীকাল ২৬ মার্চ! স্বাধীনতা দিবস! যে রাষ্ট্রের নাগরিক হিসেবে অহংকার করি সেই রাষ্ট্রের জন্মক্ষণ... যেহেতু, আজও আমরা বিচার চাইতে বাধ্য হচ্ছি তাই বলছি আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। এই যে রাষ্ট্র যা নিয়ে আমাদের এত অহংকার এর মালিক জনগণ নয়, এর এখন পর্যন্ত মালিক আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনী, পুলিশ, ব্যবসায়ী এবং তাদের চামচারা... আমরা অসহায় দরিদ্র জনগণ... এই রাষ্ট্রের মালিক তুমি কবে হবে জনগণ?