চলচ্চিত্রবিদ্যার বিভিন্ন বিষয়ে পাঠদান এবং চিত্রনাট্য রচনা প্রশিক্ষণের জন্য দুটি স্বল্পমেয়াদী চলচ্চিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম স্কুলের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। কর্মশালা দুটি পরিচালনা করবেন ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক বীরেন দাশ শর্মা। চলচ্চিত্র সংসদকর্মী অধ্যাপক বীরেন দাশ শর্মা চলচ্চিত্র শিক্ষকতার পাশাপাশি চলচ্চিত্র সমালোচনা করেন এবং চলচ্চিত্র শিক্ষা বিষয়ক গ্রন্থ রচনা করেন। কর্মশালা দুটি পৃথক ভাগে বিভক্ত থাকবে। প্রথম পর্যায়টি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন’ বিষয়ক পাঠদান এবং দ্বিতীয় পর্যায়টি ‘চিত্রনাট্য রচনা’ প্রশিক্ষণ। কর্মশালা সমন্বয় করবেন বেলায়াত হোসেন মামুন।
কর্মশালার প্রথম পর্যায় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশ’ হবে ৯ ও ১০ মার্চ, বুধ ও বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় ‘চিত্রনাট্য রচনা কর্মশালা’ হবে ১১ ও ১২ মার্চ, শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সীমিত আসনের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়ার চলছে।
নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে
(প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা) কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা। ফোন: ০১৯৭১ ১০১১০৬, ০১৭১১ ৭৮৪৭০৬, ০১৬৭৫ ৬৪২৭৭৭