ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের শিক্ষক
অধ্যাপক বীরেণ দাশ শর্মা’র পরিচালনায়
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ও চিত্রনাট্য রচনা কর্মশালা
চলচ্চিত্রবিদ্যার বিভিন্ন বিষয়ে পাঠদান এবং চিত্রনাট্য রচনা প্রশিক্ষণের এই কর্মশালা পরিচালনা করবেন ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক বীরেণ দাশ শর্মা। কর্মশালাটি দুটি পৃথক ভাগে বিভক্ত থাকবে। প্রথম পর্যায়টি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন’ বিষয়ক পাঠদান এবং দ্বিতীয় পর্যায়টি ‘চিত্রনাট্য রচনা’ প্রশিক্ষণ। কর্মশালা দুটিতে অংশগ্রহণ নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে এবং কর্মশালায় আসন সংখ্যা সীমিত। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
কর্মশালা যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফিল্ম স্কুল।
‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন’ কর্মশালা অনুষ্ঠিত হবে ৯ ও ১০ মার্চ ২০১৬
বুধ ও বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
নিবন্ধন ফি: ১,০০০ টাকা
‘চিত্রনাট্য রচনা’ কর্মশালা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ ২০১৬
শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
নিবন্ধন ফি ২,০০০ টাকা
নিবন্ধনের শেষ তারিখ ৮ মার্চ ২০১৬
নিবন্ধনের জন্য যোগাযোগ
(প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা)
কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
ফোন: ০১৯৭১ ১০১১০৬, ০১৭১১ ৭৮৪৭০৬, ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৭১৮ ৯৫৬৫৭৭