২০০৫ সালের কথা; তখনও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র জন্ম হয়নি। তখন আমাদের আড্ডার প্রধান কেন্দ্র ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। কেন্দের চলচ্চিত্র চক্রে ছবি দেখার কাজটি ছিল নিয়মিত। অন্যান্য জায়গাগুলো যেমন ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, জার্মান ও রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রগুলোতেও নিয়মিত ছবি দেখার আয়োজনে সদলবলে যোগ দেয়া হত। চলচ্চিত্র দেখা ও পড়ার একটা চেষ্টা ছিল আমাদের মাঝে। অনেক আড্ডা হত। বন্ধুদের অনেকেই কেন্দ্রের চলচ্চিত্র চক্রের সাথে যুক্ত ছিলো সে কারণে আড্ডাগুলোও হত কেন্দ্রের ছাদে। কখনও কখনও আজিজের বারান্দায়। সে সময় বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' আয়োজন করা হয়। কোর্সের পরিচালক ছিলেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক বীরেণ দাশ শর্মা। তিনি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। মূলত তারেক ভাই এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলেন। সেই কোর্সের মাধ্যমে অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে কাছ থেকে দেখা এবং শেখা। তিনি খুব সহজ এবং সরলভাবে আমাদের অনেকের ভেতরে কিছু করবার আগ্রহ তৈরি করেছিলেন। যা পরবর্তীতে খুব অল্পদিনের মাথায় 'ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র জন্ম হওয়ার প্রেরণা হিসেবে ভূমিকা রেখেছিলো।
২০০৫ এর সেই স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' অনেক ফলপ্রসূ হয়েছিল বলা যায়। মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে। আজকে ২০১৬ সাল। এতদিনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রায় ১০ বছর অতিক্রম করছে। দেশে সারাবছর ক্রিয়াশীল থাকবার মত সংগঠন খুব হাতেগোনা; গত ১০ বছরে সেই হাতেগোনা সংগঠনগুলোর একটিতে পরিনত হতে পেরেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
গতবছর থেকে ভাবছিলাম অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে আবার ঢাকায় আমন্ত্রণ জানাব। কিন্তু নানারকম অসুবিধার কারণে তা হচ্ছিল না। আনন্দের সাথে জানাচ্ছি যে অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে অবশেষে আমন্ত্রণ জানাতে পেরেছি। অতিথি হিসেবে তিনি আগামী ৮ মার্চ ঢাকায় আসবেন। থাকবেন ১৩ তারিখ পর্যন্ত। ১০ বছর পর তিনি ঢাকায় একটি স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' ও একটি 'চিত্রনাট্য রচনা' কর্মশালা পরিচালনা করবেন। 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' কর্মশালাটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ মার্চ এবং 'চিত্রনাট্য রচনা কর্মশালা' অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ। যৌথভাবে এই আয়োজন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আশা করছি দুই একদিনের মধ্যে আয়োজনের বিস্তারিত তথ্য সকলের সাথে বিনিময় করতে পারব। আয়োজনটি সফল ও কার্যকর করে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি!