উত্তরের মেঘ পূর্বে ভেসে যায়
সময়ের গর্ভে সকলই হারায়
অজানাও জানা যায়
জানার ইচ্ছে যদি হয়
তবুও
আমাদের অহংকার কেবলি অন্ধত্বের দীক্ষায়!
সভ্যতার সংগ্রাম বংশ ফলাবার
কামনার কারণ স্মৃতি ধরে রাখার
সব জানারও পরেও মনে মনে অসীমে
অহেতুক জপমালায় শুকনো ফল জপি!
দেখে শুনে মনে হয় নিরন্তর বয়ে চলা পথে
শূন্যের সাথে অবিরাম শূন্যের যোগ হয়!
৭ ফেব্রুয়ারি ২০১৬