কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে বিদেশ অবশ্যই মজার.... আর যাদের ঘোরার নেশা আছে তাদেরতো ভ্রমনে আনন্দের সীমা থাকে না। আর এ প্রজাতির মধ্যে আমি একজন। এবার সুযোগ পেয়েই সুইজারল্যান্ড, জার্মান আর চেক ঘুরে আসলাম আর নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু ছবি ........... যাক এ লিখায় কম কথা বলি আর ছবি বেশী দেখি........ !!!!!
বার্লিন :
বার্লিন ওয়াল এর আশে পাশের স্ট্রাকচারাল ভিউ দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। প্রতিটিই বিল্ডিং স্ট্রাকচার দেখার মতো। অনেক বেশী পর্যটক প্রায় সারা বছরই বার্লিন এ দেখা যায় তাই যারা বেশী ভীড় পছন্দ করেন না তাদের জন্য বার্লিন নয়। ইতিহাস বিবেচনা করলে বার্লিন ট্যুর ঠিক আছে। তবে আমি ইতিহাস কম জানি বলে হয়তো অতো মজা পায়নি ।
ঐতিহাসিক বার্লিন ওয়াল............ কিছু অংশ রেখে দিয়েছে।
সিটি ট্যুর এর ব্যবস্থা.... চাইলে সারাদিন এই হিটলার আমলের গাড়ি নিয়া সিটি ট্যুর দিতে পারে.......।
বার্লিন ওয়াল অংশের চিহ্ন........।
আশেপাশের অনেক কিছুই পাবেন যার প্রতিটিরই লম্বা ইতিহাস আছে.......। আমি কম জানি বলে ওই পথে আর গেলাম না.......।
চাইলেই ২ ইউরো দিয়ে ভুতের সাথে ছবি তুলতে পারেন। সেখানে ভুত পেত্নী হিটলার গ্যাস চেম্বার মুখোশ কিছুরই অভাব নেই। কিনতে পারেন বা ২ ইউরো দিয়ে ছবি তুলতে পারেন। বিনা পয়সায় ছবি তুলতে গেলে মুখ ঘুরিয়ে নিবে।
দেশি রিক্সা বার্লিনেও !!!!!!!!!!!
পর্যটকদের আকর্ষনের জন্য পুরানো সেই ডামি গেইট ও চেক পয়েন্ট এখনো আছে যা দিয়ে পূর্ব পশ্চিম জার্মান এ আসা যাওয়া করা যেতো.......
বার্লিন মিউজিয়াম.... তবে বাথরুম করার সবচেয়ে উপযুক্ত জায়গা কারন আশে পাশে কোন বাথরুম নেই।
স্যুভেনির নিতে পারেন তবে বার্লিন ওয়ালের টুকরা নিতে ভুলবেন না। ২/৩ ইউরো দিয়ে মেগনেটের সাথে লাগানো । তবে আমি হিসাব করছিলাম যে পরিমান বার্লিন ওয়ালের টুকরা দেখলাম সারা জার্মানে তা যোগ করলেতো চীনর প্রাচীরের সমান হবে... ব্যবসা তো ভালোই বুঝে........
শহীদদের স্মরণে........
লাঞ্চ সারতে পারেন ডোনার্ট কিংবা ইন্ডিয়ান বা টার্কি রেস্টুরেন্ট এ...... দারুন খাবার প্রায়ই সবই পাবেন সেখানে ......
এন্জেলা মার্কোস আন্টির অফিস........
রেলের প্লাটফর্মের দেয়ালে জার্মানীর ইতিহাস...... অসাধারন সব ছবি !!!
টার্কি সপে হালাল গরু মাংসের রকমারি ধরন পাওয়া যায়......... দারুন সব আইটেম....
টার্কি সপে নানা ধরনের অক্টোপাস পাওয়া যায়.... চাইলেই কিনে নিতে পারে ও মনের সাধে রাধতে পারেন !!!!!!!!!!
আজ এটুকু. পরের অংশে অন্য কোথাও নিয়ে যাবো আপনাদের ততদিন পর্যন্ত ভালো থাকুন..........।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩