অনেক অনেক দু:খিত দেরি করে লিখার জন্য। আবার ফিরে আসলাম তোমাদেরকে কিছু উপদেশ দেয়ার জন্য। আমার এবারের পর্ব সিভি রাইটিং এর উপর। পরে আরো ব্যস্ত হয়ে পড়বো তাই চাকরীর বাজারের সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায় নিয়ে এবার আমার কিছু কথা কিছু সাজেশান।
তুমি যখন কোথাও চাকরীর জন্য এপ্লাই করো তখন তারা যেমন তোমাকে চিনে না তেমনি তুমিও তাদের চিনোনা। তোমাদের পরিচয়ের মাধ্যম একমাত্র সিভি। তাই সিভি একটি অসম্ভব প্রয়োজনীয় অধ্যায় চাকরীর বাজারে। সিভির মাধ্যমেই ব্যাক্তি তুমিকে যেমন পরিচয় করাবে তেমনি একাডেমিক ছাত্র হিসেবেও তোমার পরিচয় তুলে ধরতে হবে। তাই সিভি তৈরীতে হতে হবে সতর্ক।
সিভি রাইটিং এর ক্ষেত্রে আমার কিছু উপদেশ অবশ্যই মনে রাখবা;
১. ইচ্ছাকৃত ভুল বা মিথ্যা তথ্য কখনই সিভিতে দিবে না। সিভিতে যদি কখনো কোন মিখ্যা তথ্য দাও হয়তো কোন এক সময় সেই মিথ্যা তথ্য তোমার জীবনকে বিষিয়ে তুলতে পারে, তোমার ক্যারিয়ার ধ্বংস করতে পারে। তাই আমি মনে করি, তুমি যা তাই তুলে ধরার চেস্টা করবা সিভিতে। মনে রেখ সত্যের কোন বিকল্প নেই। চেস্টা করলে জীবনে তুমি সফল হবেই তাই মিথ্যা দিয়ে জীবন শুরু করো না কখনোই।
২. প্রয়োজনের অতিরিক্ত তথ্যও দিবে না। যেটা অপ্রয়োজনীয় সে ধরনের তথ্য কখনই দিবে না তুমি সিভিতে। অনেকে সিভি ভারী করার জন্য অপ্রয়োজনীয় তথ্য দেয় যা নিয়োগকারীর কাছে বিরক্তিকর। তোমার হবি, ভালো লাগা, মন্দ লাগা এসব তথ্য খুব একটা প্রয়োজনীয় নয় তাই অযথা সিভিতে লিখা কেন??? সিভি হবে সর্ট বাট তথ্যবহুল।
৩. ভাষা হবে মার্জিত, সাবলিল, ভুল বিহীন। ভুল ইংরেজী কোনক্রমেই ইউজ করবে না। সিভিতে ভুল ইংরেজী, যা তোমার সম্পর্কে ইনিশিয়াল ইম্প্রেশান খারাপ করে দিবে। সিভি লিখার পর ইংরেজীতে ভালো কাউকে দেখিয়ে নিবা। গ্রামার/ স্পেলিং চেক করে নিবা।
৪) লিখার ফন্ট ও সাইজ একই হতে হবে। বিভিন্ন সাইজ বা বিভিন্ন ফন্ট ইউজ করলে দৃস্টিকটু লাগে । খুব কালার ইউজ করবে না, ব্লাক এন্ড হোইট বেস্ট। অযথা ডিজাইন করবে না। ফন্টের সাইজের ক্ষেত্রে ১০ থেকে ১২ আর ফন্ট এরিয়াল বা টাইমস্ নিউ রোমান ইউজ করতে পারো।
৫) এক কপি পার্সপোর্ট সাইজের ছবি ডান সাইডের একবারে উপরে স্কেন করতে পারো। অনেক ক্ষেত্রে ছবি চায় না তাই সিভির ছবিই উপযুক্ত তবে যারা ছবি চাই তাদের জন্য সিভিতে অবশ্যই এক কপি পার্সপোর্ট সাইজের ছবি এটাচড্ করবা।
৬) বাড়তি কাগজ যেমন সার্টিফিকেট যদি না চায় তাহলে দেয়ার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র চাইলেই দিবা। সরকারী বিজ্ঞাপনগুলোতে সব সাটিফিকেট চাই কিন্ত ইর্ন্টান্যাশানাল জবের ক্ষেত্রে শুধুমাত্র সিভিই যথেস্ট। ইনিশিয়াল সিলেক্ট হলে দেন সার্টিফিকেট দেখলেও দেখতে পারে।
এবার আসি সিভি তৈরী করবা কিভাবে বা সিভি তৈরীর বেসিক কিছু অধ্যায়:
আজ থাক ... বাকী কথা পরের পর্বে বলি .. কি বলো...........
.. আগের পর্ব যাদি পড়তে চাও.........
http://www.somewhereinblog.net/blog/belablog/29915625