আমি এই মুহুর্তে আছি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে। দূরে আছি সেই আন্দোলন থেকে যা কিনা ‘৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর প্রথম কোন আন্দোলন যাতে আছে বেশীরভাগ বাংলাদেশীর স্বতঃস্ফূর্ত সমর্থন, কোন দলের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। এই আন্দোলনের দাবী সরকার পতন নয়, এই আন্দোলন নয় বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার সোপান। এই জনতার একটাই দাবী তা হল যুদ্ধাপরাধীদের ফাঁসী। যৌক্তিক এই দাবীর প্রতি সমর্থন জানাতে প্রত্যেক সচেতন নাগরিকের উচিত শাহবাগ স্কয়ারে সমবেত হওয়া।
বলতে পারেন বিদেশে থেকে বড় কথা বলাই যায়। কিন্তু আমি বা আর যারা আমার মত বিদেশে আছেন বা দেশে থেকেও পারছেন না যেতে (যেমনঃ সরকারী কর্মচারী-কর্মকর্তা, সামরিক, আধা সামরিক, পুলিশ, বিজিবি বাহিনীর সদস্যরা, এই মুহূর্তে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহনকারীরা এবং আরও যারা আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সামিল হতে পারছেন না এই আন্দোলনে); তাদের কে বলছি আপনিও পারেন এই আন্দোলনের অংশ হতে, এটা আপনার উপর দেশের অধিকার। আপনি কোন ভাবেই এই দায়িত্ত্ব এড়াতে পারেন না। কি করতে পারি আমরা?
- নিজের সেলফোনটা তুলুন, কল করুন সেই মানুষটাকে যে এখনি যেতে পারবে শাহবাগে।তাকে যেতে উদ্ভুদ্ধ করুন।
- প্রবাসেও অনেকে মিলে শান্তিপূর্ন অবস্থান, প্লে-কার্ডের মাধ্যমে নিজের দাবী তুলে ধরুন( অনেক জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে)
- দেশের অনলাইন পত্রিকাগুলোর মন্তব্য কলামে এই আন্দোলনের পক্ষে মত গড়ে তুলুন।
- ব্লগে এক্টিভ থাকুন। বিশেষ করে শিবির জামাতীরা যেইসব পোষ্ট এর মাধ্যমে এই আন্দোলনের বিরুদ্ধে বলছে সেই সব পোষ্টে নিজের মতকে প্রতিষ্ঠা করুন। আর ওদেরকে গদামের উপর রাখুন।
- এই মুহুর্তে আওয়ামী বিএনপি ক্যাচাল থেকে বিরত থাকুন( আমাদের নেতা-নেত্রীরা করুক, আপনি করবেন না-কারণ আপনার দাবী আর তাদের দাবী এক না; ওরা চায় ক্ষমতায় যেতে বা থাকতে আর আপনি চান যুদ্ধাপরাধীদের ফাঁসী)
- শিবির জামাত কৌশলে এই আন্দোলনকে যেন অন্য দিকে না নিতে পারে যেমন এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন, এই সরকার জামাতের সাথে আঁতাত করেছে, বা বি এন পি বা ছাত্রদল এই আন্দোলনে যোগ দেয়নি-এইসব বলে আপনার দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করা হবে, আমাদের এখন দেখার বিষয় এটা নয় কে আঁতাত করেছে বা কে শাহবাগে যায়নি। আমাদের লক্ষ্য একটাই তা হল সব যুদ্ধাপরাধীদের ফাঁসী। আপনার আমার কাজ হচ্ছে এইসব প্রপাগান্ডা থেকে এই আন্দোলনকে মুক্ত রাখা।
আসুন নিজেকে ভুলে দেশকে নিয়ে ভাবি, এই দেশের জন্য আমরা সাধারণ জনগণ ছাড়া আর কি কেউ আছে?