আমার কিছু কারাওকে ভিডিও গান লাগবে।
কারো কাছে কারাওকে থাকলে আমাকে দিয়ে উপকরিত করবেন।






আমার আব্বাহুজুর হোটেল ইন্টার কন্টিনেন্টাল চেইন এ কাজ করছেন অনেক বছর ধরে। ঢাকা ইন্টারকন্টিনেন্টাল ১৯৬৮ - ১৯৮০,আবুধাবি ইন্টারকন্টিনেন্টাল ১৯৮১-২০০১,এর পরে সৌদি আরবে আল-আহসা ইন্টারকন্টিনেন্টাল আছেন এখন পর্যন্ত।উনি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছেন।
( আব্বাহুজুরের সার্ভিস লাইফ নিয়ে পরে এক খান পোস্ট দিমুনে) বিশাল হিস্ট্রি।
যাক এখন আসল কথা হইতেছে, আব্বাহুজুর হোটেল থেকে এই জিনিসটা গিফট পাইসে।
উনি আমাকে এইটা হাতে দিয়ে বলেছে সঙ্গীত কর।




এখন আমার কিছু কারাওকে ভিডিও গান লাগবে। কারো কাছে কারাওকে থাকলে আমাকে দিয়ে উপকিরত করবেন। কিছু কারাওকে ভিডিও আমি ইউটিউব থেকে নামাইসি।
আপনাদের কারো কাছে যদি কারাওকে ভিডিও দেশের গান, বাংলা গান, ইংলিশ গান, হিন্দি গান, থেকে থাকে প্লিজ আমাকে দিবেন।
শেষে
আমার ছোট মামু। সঙ্গীত করছে "আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় আকদিন"
ধন্যবাদ