আজ সকালে প্রথম আলো পেপারে পারসোনার ইস্যু নিয়ে খবর পড়ে মাথা পুরা গরম হয়ে গেল । তার পরপরই খবরে লিংকে গিয়ে মন্তব্য করলাম অত্যান্ত শালীনভাবে যাতে প্রকাশ করে কিন্তু প্রকাশ করার পর মেজাজ আরও খারাপ হয়ে গেল । আমি কি মন্তব্য করলাম আর ওরা কি করল !!! এডিট করবি কর তাই বলে এমন ভাবে !!
আমার মন্তব্যটি ছিল :
"" ঘটনার ৪ দিন পর প্রথম আলো নিউজ করলো পারসোনার ইস্যু নিয়ে .... কাওরান বাজার থেকে বানানী যেতে লাগলো ৪ দিন !!!!!! তারপর চারদিন পর দেখানো হল ঘটনাটি একটি ""ভূল-বোঝাবুঝি" !!! নাকি পুরো ঘটনাটি ""ভূল-বোঝাবুঝি" হওয়ার জন্য অপেক্ষা এই চারদিনের !!! খুব কষ্ট এবং মর্মাহত হয়েছি প্রথম আলোর এই রকম কাজ দেখে .. ""
প্রথম আলো এডিট করে প্রকাশ করার পর :
"" ঘটনার ৪ দিন পর প্রথম আলোতে এই খবর দেখে খুব কষ্ট এবং মর্মাহত হয়েছি ""
এই প্রকাশ করা মন্তব্য দেখে কি মাথা ঠিক রাখা যায় । মনে হচ্ছে আমি এই খবর আরও আগে দেখতে চাইছিলাম প্রথম আলোতে
পরে আবার মন্তব্য করেছি
"" এমনভাবে মন্তব্য এডিট করা ঠিক নয় যা উল্টো কিছু মিন করে । দয়াকরে হয় আমার পূর্বের পুরো মন্তব্য প্রকাশ করুন না হয় প্রত্যাহার করুন । "
না এখন ও প্রকাশ হয়নি এই মন্তব্যটি । সবার প্রকাশ করা মন্তব্য দেখে মনে হচ্ছে সবার মন্তব্যই ব্যাপক এডিট হয়েছে এবং হবে । সবাই বাকস্বাধীনতা কথা বলে কিন্তু কেউ কথা রাখে না
খবরে লিংক পারসোনার সিসি টিভিতে আপত্তিকর কিছু পাওয়া যায়নি