What is Volunteer?
একজন ব্যক্তি যে কোন চুক্তি বা নির্দেশ ছাড়াই নিজ উদ্যোগে কোন কল্যাণমূলক কাজ বা দায়িত্ব নিয়ে থাকে।
What is Voluntarism?
নিজের স্বার্থের কথা না ভেবে অপরের জন্য স্বেচ্ছায় কাজ করাই ভলান্টিয়ারিজম।
Why we should work in Social Organization?
কোন ব্যক্তির একার পক্ষে একটা সমাজ কে পরিবর্তন করা সম্ভব না। সর্বোচ্চ আওয়াজ তুলতে পারবে কিন্তু ত্রুটিপূর্ণ সমাজের স্থাপত্য নড়াতে পারবে না। এবং এক পর্যায়ে আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে।
... কিন্তু সোসাইল অর্গানাইজেশনের একটা প্লাটফর্মে সবার সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব।
যেমন : টুইটারের সাথে শুধু ৩-৪ টা ওয়েবসাইট যুক্ত। এখন টুইটার চাইলেই ইন্টারনেট জগতে তার সাম্রাজ্য বিস্তার করতে পারবে না।
কিন্তু গুগলের নেটওয়ার্ক বিশাল। তাই টুইটার গুগলের সাথে যুক্ত হয়ে সাম্রাজ্য বিস্তারে অংশ নিতে পারবে।
That's why we should be a part of social organization...
Why needs Voluntarism?
এখানে ভলান্টিয়ারিজম দুটি বিষয়ে বিভক্ত : ১. Normal Aspect ২. Career Aspect
১. Normal Aspect এর শিক্ষণীয় বিষয়:
★ Socialism : এটা নিজেকে আরো বেশি সামাজিক হতে শিখায়।
★ Social Responsibility : একজন নাগরিকের তার সমাজের প্রতি কি কি দায়িত্ব থাকতে পারে সেই শিক্ষা দেয়। এছাড়া ভলান্টিয়ারিজমের মাধ্যমে সমাজের কল্যানে নিজেকে আরো বেশি দায়িত্ববান করে তোলে।
★ More than Mental satisfaction : মানসিক তৃপ্তির চাইতেও বেশি কিছু করায় আগ্রহী করে তোলে।
যেমন: রাস্তায় বাসায় ফেরার পথে একটা দুস্থ অভুক্ত লোককে দেখে আপনার মায়া হলো। আপনার পকেটে মাত্র ২০ টাকাই ছিল এবং এই টাকাটাই দুস্থ লোককে দিয়ে আপনি নিজে হেটে হেটে বাসায় গেলেন।
★ Managing power : ভলান্টিয়ারিজম একজন স্বেচ্ছাসেবীকে দায়িত্ব নিয়ে কোন ইভেন্ট পরিচালনা করার ক্ষমতা যোগায়।
★ Networking : নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ভলান্টিয়ারিজম সর্বোত্তম পন্থা। এটি লিংক আপ প্রসার করে সামাজিক কাজের অসুবিধা গুলো দূর করে দেয়।
★ Skill Development : নিজস্ব মেধার উন্নতি ঘটায় কারণ এখানে অনেক ক্রিয়েটিভিটিপূর্ণ অভিজ্ঞ লোকের সাথে কাজ করার সুযোগ যোগায়।
২. Career Aspect এর শিক্ষণীয় বিষয়:
★ Leadership:যেহেতু দলবদ্ধ হয়ে কাজ করার সুযোগ পাওয়া যায় তাই টিম পরিচালনা করার সময় নেতৃত্বগুণের বিকাশ ঘটায়।
Plan B Execution: একটা ইভেন্ট পরিচালনার সময় ভুল ত্রুটি হয়ে গন্ডগোল পাকাতে পারে ঠিক তাৎক্ষণিক মুহূর্তে একটা ব্যাকআপ প্লান বি রাখা উচিত। যাতে সুষ্ঠভাবে ইভেন্ট সম্পূর্ণ করা যায়।
★ Experienced: ভলান্টিরিজমের মাধ্যমে নিজের ক্যারিয়ারের জন্য অভিজ্ঞতা আরো বাড়ানো যায়।
★ Honest: এখানকার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে ভলান্টিয়ারিজম স্বেচ্ছাসেবীকে নিজ ক্যারিয়ারে সৎ হতে শিখায়।
★ Team player: একটা টিমের সদস্য হিসেবে কিভাবে বেস্ট টিম প্লেয়ার হওয়া যায় তা শিখা যায়।
★ Great Manager: সংগঠনের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে করতে নিজের ক্যারিয়ারেও একজন ভাল পরিচালনাকারী হিসেবে স্বীকৃতি পাওয়া যায়।
What does learn Voluntarism as Professionalism?
ভলান্টিরিজম ব্যক্তিগত পেশায় শিখায় Advocate, Honest, Humble, Collaborator, Manager ও Educator হতে।
যেমন হাম্বেলকে উদাহরণস্বরূপ বুঝাই: আপনি একটি সাহায্যের ইভেন্টের জন্য আর্থিক সাহায্য তুলতে গেলে আপনাকে নেগেটিভ কমেন্ট করে বসলে রাগান্বিত না হয়ে কিভাবে কথা পরিস্থিতি কাটিয়ে উঠতে হয় তা শিখায়।
এবং এটি পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ কাজে লাগে।
What we gain From social working?
যদিও নিজ ভাল লাগা থেকে সমাজ সেবার কাজ করা হয় কিন্তু সোসাইল ওয়ার্কিং ব্যক্তিগত জীবনে অনেক উপকার করে।
বিভিন্ন চাকরীর ক্ষেত্রে ভলান্টিয়ারিং কাজ করার অভিজ্ঞতা থাকলে তাকে এক্সট্রা ভাবে টেককেয়ার করা হয়।
নানা অভিজ্ঞতামূলক সামাজিক ইভেন্টের সার্টিফিকেট সিভিতে জমা দিয়ে এক্সট্রা পয়েন্ট পাওয়া যায়।
এমনকি বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোতে ভলান্টিয়ারিং করার জন্য এক্সাম পেপারে ৫ মার্ক দেওয়া হয়।
Besides as higher study Aspect for taking scholarship... Many countries consider voluntary works as a key value.