- আসসালামু আলাইকুম নরেণবাবু।
- আরে আলী ভাই যে নমস্কার।
- তোহ নরেণ দা একেবারে খাটিয়ানি পুরোহিতের মত পোষাক পরে কোথায় থেকে আসা হচ্ছে শুনি।
- আর বলেন না আলী ভাই। মন্দিরে পূজো দিতে গিয়েছিলাম এইবার শুধু পরিবারের জন্য না পুরো বাংলাদেশের মানুষের মংগল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।
- হা দাদা ধর্মীয় যা বিবাদ শুরু হয়েছে না আবার তা কি না আপনার আমার ১৪ বছরের প্রতিবেশী সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি করে।
- কি যে বলেন আলী ভাই আপনার বাসায় প্রতিদিন উচ্চস্বরে কোরআন তিলাওয়াত শুনা যায়। আমি কোনদিন বিরক্তবোধ হয়েছি? বরং আপনার বাসায় তালিমে আসা মহিলাদের আমার স্ত্রী যায়গা করে দেয় বসার জন্য।
- হাহাহা নরেণ দা আপনার বাসার পূজোর ধোয়া ও কিন্তু জানালা দিয়ে আমার বাসায় ডুকে আমি ও কিন্তু ১৪ বছর যাবত কিছুই বলি নি।
- হুম। আপনি বেশ ভাল লোক বটে। তোহ জায়নামাজ হাতে টুপি পাঞ্জাবী পড়ে শবে-বরাতের নামাজ পড়তে যাওয়া হচ্ছে মনে হয় আলী ভাই?
- জ্বী আজ্ঞে মশাই ঠিক ধরেছেন।
- আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই ভাই।
- শুধু আপনার জন্য নয় দাদা। পুরো বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক দেশ হয় সেই জন্য দোয়া করবো। ধর্মে ভেদাভেদ না রেখে মানবতা এগিয়ে যাক। ভিন্ন ধর্মালম্বীদের উপর অত্যাচার বন্ধ হোক।
- হা আলী ভাই। আমি ও ভগবানের কাছে পূজো দিয়ে বলবো যাতে ভেদাভেদ ভুলে দেশে শান্তি বজায় থাকে। পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ বন্ধ হোক।
- নরেণ দা যাই বলেন গতবার যে নাড়ু দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মারহাবা লেগেছে।
- আজকে আমার বাসায় যে হালুয়া দিয়ে গেলেন তা তো আমি একাই পেট পুরে সব খেয়ে ফেলেছি। বাচ্চাদের জন্য আরেক প্লেট হবে নাকি ভাই?
- হাহাহা দাদা এইবার পূজোয় কিন্তু আরো বেশি নাড়ু দিতে হবে তাইলে।
- আচ্ছা দিব ভাই। ভগবান স্বাক্ষী।
- আমার নামাযের ওয়াক্ত চলে যাচ্ছে দাদা। আল্লাহ হাফেজ।
- জয় শ্রী রাম। ভাল থাকবেন আর দোয়া করবেন।