স্মার্ট বাইকাররা হেলমেট ছাড়া বাইক চালায় না।
স্মার্ট জনগণ রাস্তায় যত্রতত্র ময়লা ফেলে না।
স্মার্ট মানুষরা রক্তদানে ভয় পায় না।
স্মার্ট ডোনাররা শুধু রক্তদান করে না বরং দরিদ্র রোগীর জন্য ফলমূল ও কিনে নিয়ে যায়।
স্মার্ট ছেলেরা মেয়েদের ইভটিজিং করে না।
স্মার্ট মেয়েরা অশালীন ড্রেস আপ করে না।
স্মার্ট পুলিশরা নাগরিকের সাথে খারাপ ব্যবহার করে না।
স্মার্ট ডাক্তাররা রোগীদের সাথে কসাইগিরি করে না।
স্মার্ট শিক্ষকরা ছাত্রছাত্রীদের লাঞ্ছিত ও যৌন হয়রানী করে না।
স্মার্ট পাব্লিকরা রাস্তায় খাড়াইয়া শয়তানের মত প্রসাব করে না।
স্মার্ট মন্ত্রীরা উল্টো রাস্তায় পাজেরো নিয়ে চলাচল কর না।
স্মার্ট রাজনীতিবিদরা নির্বাচনের পর আমজনতাকে টিস্যু ভাবে না।
স্মার্ট বন্ধুরা মাদক দ্রব্যে অন্য বন্ধুকে আগ্রহী করে তোলে না।
স্মার্ট পথিকরা ব্রিজ আর জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার হয় না।
স্মার্ট গৃহিনী রান্নার পর গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে না।
স্মার্ট বড়লোকরা গরিবদের তুচ্ছ ভাবে না বরং একই রক্তে মাংসে গড়া মানুষ ভাবে।
স্মার্ট সাপোর্টারস নিজ দেশের ক্রিকেটারদের গালি দেয় না।
স্মার্ট শিক্ষিতরা বাসের হেল্পার ও রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করে না বরং বুঝিয়ে বলে।
স্মার্ট সরকারি অফিসাররা করাপশন করে না।
স্মার্ট সাংবাদিকরা ঘুষ নিয়ে বা দলকানা হয়ে কারো নামে মিথ্যা অপপ্রচার করে না।
স্মার্ট বড়ভাইরা এলাকার ছোট ছেলেদের মারামারি করার জন্য ব্যাক আপ দেয় না।
স্মার্ট যুবকরা অন্যায় হতে দেখে চুপ করে অন্যায় সহে না।
স্মার্ট নাস্তিকরা ইসলামকে বড় বাধা মনে করে ইসলামের বিরুদ্ধে নোংরামি করে না।
স্মার্ট ব্লগাররা মুক্তমনা হয় মুত্রমনা নয়।
স্মার্ট লিখকরা শুধু ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলন করে না আন্দোলনের মাঠেও সক্রিয় থাকে।
এবার ভাবুন। ভাবনাটা আপনার কাছে।
আপনি স্মার্ট হবেন নাকি আনস্মার্ট???