হুমায়ন স্যারের অনেক সুন্দর একটি বই "ছায়াবীথি"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রিয়
একটা দুঃসংবাদ শুরুতে দিচ্ছি। আমার চাকরি নেই। বেশ কিছুদিন ধরেই নেই। তোমাকে বলতে পারছিলাম না। বলতে লজ্জা পচ্ছিলাম বলেই যে বলিনি। তা কিন্তু না।
তুমি কস্ট পাবে সে জন্যেই বলতে পারিনি।
আমি কাওকে কস্ট দিতে চাই না। কিন্তু কেনো জানি আমার কারনেই মানুষ বেশী কস্ট পায়। আমার বাবা ছিলেন স্কুলের অংক শিক্ষক। তার মত অংক জানা লোক গোটা ময়মনসিংহে ছিলো না বলে কথাটা প্রচলিত ছিলো।
মেট্রিক পরীক্ষার সময় তিনি কত যত্ন করে আমাকে অংক শেখালেন। সেই আমি অংকে ফেল করলাম। অন্যসব বিষয়ে ভালো নম্বর। শুধু অংকে একুশ।
প্রথমবার আমি মেট্রিক পাশ করতে পারিনি শুধু অংকের কারনে। রেজাল্ট হবার পর বাবা সারাদিন মাথা নীচু করে রইলেন। তার দু'মাসের মাথায় বাবার মৃত্যু হলো।
আমি পরের বছর অংকে লেটার নম্বর নিয়ে পাশ করলাম। বাবা তা দেখে গেলেন না।
আমার মা সাদাসিধা মানুষ ছিলো। তিনি শুধু চেয়েছিলেন আমি একটা চাকরি করি এটা দেখে যেতে। মা দেখে যেতে পারেননি।
তিনি শুধু দেখেছেন আমি পাগলের মত চাকরি খুঁজে বেড়াচ্ছি। মা তখন খুব অসুস্থ। মৃত্যুশয্যা পেতেছেন।
রোজ দুপুরে একবার করে জিজ্ঞেস করেন,ও খোকন,"পিওন কি এসেছে?"
আমি বলি,হ্যা।
চাকরির কোন খবর আছে বাবা?
না কোন খবর নেই।
আমার ফুপু আমাকে বললেন খোকন তুই মিথ্যা করে বল চাকরি পেয়েছিস। দেখছিস না তোর মার কি অবস্থা?
আমি ফুপুকে বললাম,একজন মানুষ মরে যাচ্ছে। তাকে ভুলাবার জন্য আমি মিথ্যা বলবো না।
ফুপু কঠিন গলায় বললেন,তোর কপালে দুঃখ আছে । তুই মানুষ না তুই নিতান্তই গরু।
ফুপু মাকে গিয়ে বললেন,খুব ভালো সংবাদ। খোকনের চাকরি হয়েছে । চিঠি এসেছে।
মা আগ্রহের সঙ্গে বললেন,কই কই। চিঠি কই?
ফুপু মার হাতে কি একটা কাগজ ধরিয়ে দিলেন। মা পড়তে জানতেন না। সেই তুচ্ছ কাগজ তিনি বুকে জড়িয়ে অনেকক্ষন কাঁদলেন। তোর বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। কই খোকন আমাকে সালাম কর। এতো ভালো সংবাদ এসেছে মাকে সালাম করে দোয়া নিবি না?
আমি মাকে সালাম করলাম না। ভ্রান্তিকে প্রশ্রয় দিলাম না।
ফুপু মাকে বললেন,খোকন লজ্জা পাচ্ছে। সালাম করবে না। তুমি বিনা সালামে ছেলের জন্য দোয়া করো।
মা আমার জন্য দোয়া করলেন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে অসীম শোকরিয়া জানিয়ে তৃতীয় দিনের মাথায় মারা গেলেন। মৃত্যুর সময় ও সেই তুচ্ছ কাগজ তার হাতে ছিলো।
কিছু কিছু মানুষ বিচিত্র ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। আমার ভাগ্য হচ্ছে আমি কখনো প্রিয়জনদের প্রত্যাশা পুরণ করতে পারবো না।
তোমার চেয়ে প্রিয়জন আমার কে আছে? তোমার প্রত্যাশা যে আমি পুরণ করতে পারবো না তা আমি ধরে নিয়েই জীবন শুরু করেছি।
তুমি যে অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছো। সেই অস্থিরতা এবং সেই অস্থিরতার কারন আমার অজানা নয়। তোমার এই প্রচন্ড দুঃসময়ে আমি তোমার পাশে দাড়াতে পারছি না। কারন কিছু কিছু যন্ত্রনা আছে যা একা বহন করতে হয় এবং যন্ত্রনা জয়ের পথ বের করতে হয়।
প্রিয় আমার একমাত্র শুভ কামনা তুমি তোমার যন্ত্রনামুক্তির পথ নিজেই বের করবে। তোমাকে শুধু এই আশ্বাস দিচ্ছি তুমি যে পথই বেছে নাও আমার তাতে সমর্থন থাকবে।
সেই পথ যদি আমার জন্য তীব্র কস্ট ও গ্লানির হয় তাতেও ক্ষতি নেই। তুমি ভালো থাকো। তুমি কস্ট পেয়ো না।
আমি এখানে ভালো আছি বাবা যে স্কুলে চাকরি করতেন আমি সেখানেই চাকরি পেয়েছি। বেতন সামান্য। তবে এতেই চলে যাবে। পৃথিবীর কাছে আমার দাবী সামান্যই।
প্রিয় আমি আর শহরে ফিরে যাবো না। এখানেই থাকবো। আমার জন্য এই ভালো।
উপরের চিঠিটি হুমায়ন স্যারের লেখা আমার অনেক প্রিয় বই ছায়াবীথির। পড়ে দেখতে পারেন।
ডাওনলোড লিংকঃ
মিডিয়াফায়ারঃ ক্লিক করুন
4shared: ক্লিক করুন
box: ক্লিক করুন
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন