*টিভিতে বিভিন্ন সুপারহিরো দেখা যায়। যেমন,"সুপারম্যান,ব্যাটম্যান,স্পাইডারম্যান"।
অনেকেই মনে মনে ভাবে ইশ যদি এইরকম হতে পারতাম। কতই না মজা হতো।
আসলে সুপারহিরোদেরও অনেক কস্ট থাকে।
স্পাইডারম্যানের বাবা-মা মারা যায়। বড় হন আংকেল আন্টির কাছে। সেই আংকেল ও এক সময় মারা যায়।
ব্যাটম্যানের বাবা-মা মারা যায়। মন প্রাণ দিয়ে ভালোবাসে একজনকে। সেই "একজন" ও মারা যায় একসময়।
সুপারম্যানেরও বাবা-মা মারা যায়। নিজের গ্রহ ছেড়ে চলে আসে অন্য গ্রহে।
মানুষ তাদের কস্টটা দেখে না দেখে তাদের উচ্ছাসিত মুখ।
এবার আসুন একটু বাস্তবতার দিকে যাই।
*আমরা পৃথিবীতে অনেক সফল মানুষ দেখতে পাই। তাদের পছন্দ করি। তাদের নিজের আইডল বানাই। এমনকি নিজেকে তাদের মত করে তৈরি করতে চাই। অথচ তারা সফল হতে গিয়ে যে কত কস্ট সহ্য করেছেন তা আমরা ভুলে যাই। সফল হতে চাইলে তার আগে আপনাকে অবশ্যই কস্ট পেতে হবে। পরিশ্রম করতে হবে।
কিন্তু আমরা কস্ট চাই না,পরিশ্রম চাই না চাই সফলতা। অথচ এমনটি হবার কোন সম্ভাবনাই নেই।
তাইতো বেশীরভাগ মানুষ অসাধারন হতে চায়। কিন্তু সাধারনই থেকে যায়।
সফলতা চাই??? আগে কস্ট করুন। পরিশ্রম করুন।
সবাই ভালো থাকুন।