প্রাসাদ গড়েছি কাব্য সোনায়
পরিধান করি
চতুর মগজের সরবরাহকৃত
দুর্বোধ্য কবিতার পোষাক ।
পাথরের দন্তমূলভেদি যু্ক্তাক্ষরে, কাককলমের উপমায় রসটইটম্বুর
ভক্ত বোদ্ধারা অবাক হয়ে বলে, আহা!
কি মধুর কবিতা। এই না হলে কবি..
কেউ বলে, লিখে রাখি, এতো অক্ষরের বুননে
ছান্দসিক প্যাচে,
মাত্রাবৃত্তের জাদুতে ভাবের বিস্ময়!
অত:পর এক ঠোট কাটা পাঠক বালক
চেঁচিয়ে নিন্দায়, ছি ছি ছি এ একী লেখে কবিতার নামে, এ মগজের ভাওতামি। ছাড়ো ছাড়ো রাজা, এ ভড়ং......
আবেগ মন্ত্রী বলে এতো বড় ভুল, দ্রোহী বালকের দাও সাজা শূলে।
নিশিথ রাতে যুক্তির পুরনো আয়নায় দাড়িয়ে দেখি
দুর্বোধ্য কবিতার পোষাকে আমি পুরো এক নগ্ন কাব্য রাজা।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৪