ফেইসবুকে ফ্রিল্যান্সারদের বর্তমান প্রধান বিতর্কের বিষয় হয়ে উঠেছে ইনিশিয়েটিভ কিউ। কেউ এটিকে চলবে না বলে উড়িয়ে দিচ্ছে তো কেউ ইনিশিয়েটিভ কিউ নিয়ে স্বপ্ন দেখছে। তারা যুক্তি দেখাচ্ছে বিট কয়েন যখন শুরু হয়, এমনই সবাই এড়িয়ে গেছে। কিন্তু, আজ এক বিটকয়েনের দাম উঠছে ৩-৪ হাজার ডলার পর্যন্ত। প্রথম দিকে যারা বিট কয়েন মাইনিং করেছে তারা অনেকে কোটিপতি হয়ে গেছে। স্বপ্ন দেখা ফ্রিল্যান্সারদের বক্তব্য, ইনিশিয়েটিভ কিউ প্রথম অবস্থায় যোগদান করলে ভবিষ্যতে কোটিপতি হয়ে যাবে! অবশ্য তারা সেই সাথে দাবী করছে যদি নাও দাঁড়ায়, ক্ষতি নেই। এটাকে তারা লটারী হিসেবে দেখছে।
ইনিশিয়েটিভ কিউ?
কয়েকজন সাবেক পেপল এর কর্মচারী ইনিশিয়েটিভ কিউ পেমেন্ট সিষ্টেমটি দাঁড়া করাতে চেষ্টা করছে। তারা পেপল এর মতো কোন পেমেন্ট সিষ্টেম না দাঁড়া করিয়ে বিট কয়েনের মতো ভার্টুয়েল কারেন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ইনিশিয়েটিভ কিউকে। বিশ্ব বিখ্যাত ফোবস ম্যাগাজিন বলছে, এটি একটি নতুন বিট কয়েন। চার মাস আগে শুরু হওয়া ইনিশিয়েটিভ কিউতে প্রতিদিন এক লাখের বেশী নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। শুধুমাত্র একজনের ইনভাইটেশানে নতুন একজন ব্যবহারকারী একাউন্ট তৈরী করতে পারছে। ইনিশিয়েটিভ কিউ তাদের প্রথমিক পলেসিতে ব্যবহারকারীর খুব বেশী তথ্য নিচ্ছে না। শুধুমাত্র নাম এবং ইমেইল আইডি দিয়েই একাউন্ট তৈরী করা যাচ্ছে।
ফ্রিল্যান্সাররা যদিও এটিকে দ্রুত কোটিপতি হওয়ার মাধ্যম হিসেবে দেখছে, কিন্তু, ইনিশিয়েটিভ কিউ এর ফাউন্ডার তা দেখছে না। তিনি বরং, একটি শক্তিশালী কারেন্সি তৈরী করতে চাচ্ছেন যাতে ভবিষ্যতে ক্রেডিট কার্ড নির্ভর পেমেন্ট প্রসেসর খেকে মুক্ত হতে পারে পৃথিবী। বিভিন্ন সার্ভে, ফিল্যান্সিং সাইটের পেমেন্ট গ্রহণসহ বিভিন্ন প্রয়োজনের জন্য ভবিষ্যৎ পৃথিবীতে ইনিশিয়েটিভ কিউ-ই সবচেয়ে শক্তিশালী পেমেন্ট প্রসেসর করার স্বপ্ন দেখছেন তিনি।
যদিও বিট কয়েনের মতোই ইনিশিয়েটিভ কিউ-তেও কোন মালিকানা থাকছে না। বরং, কয়েন জেনারেট করার জন্য ব্যবহারকারীদের দ্বারা নির্বাচিত একটি কমিটি থাাকবে। যারা মালিকানায় থাকবে না। মূল কথা কোন মালিক থাকবে না বিট কয়েনের মতোই। বিট কয়েনের মতো একই পদ্ধতিতে চলবে ইনিশিয়েটিভ কিউ।
ইনিশিয়েটিভ কিউ তাদের কারেন্সির নাম দিয়েছে কিউ (Q) কারেন্সি। এই মূহূর্তে প্রতি কিউ এর টার্গেট ভ্যালু ধরা হচ্ছে ১ ডলার করে। বিট কয়েনের শুরুতে প্রতি বিট কয়েন এক ডলারের কম দাম ছিল। যা বর্তমানে ৩-৪ হাজার এ উঠা নামা করে। তাই ভবিষ্যৎ কিউ কারেন্সি ৩-৪ হাজার ডলার দাম উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিট কয়েন যেমন শুরুতে অল্প পরিশ্রমে কয়েন মাইনিং এর সুযোগ দিয়েছিল, ইনিশিয়েটিভ কিউও তাই করছে। শুধুমাত্র কার ইনভাইটেশান নিয়ে জয়েন করলেই ২-৩ হাজার কিউ(Q) দিচ্ছে। প্রতিদিনই কিউ দেওয়ার পরিমান কমছে। প্রথম অবস্থায় ১০ হাজার এর উপর কিউ দেওয়া হলেও, বর্তমানে তা ২-৩ হাজার এ নেমে এসেছে। এছাড়াও বিভিন্ন টাস্ক কমপ্লিট করে কিউ আয় করা যাচ্ছে।
কিভাবে ইনিশিয়েটিভ কিউতে একাউন্ট খুলবেন?
ইনিশিয়েটিভ কিউতে এখনও সরাসরি একাউন্ট খুলার অপশান নেই। শুধুমাত্র ইনভাইটেশান নিয়ে ইনিশিয়েটিভ কিউতে একাউন্ট খুলা যাচ্ছে। যাদের ইনিশিয়েটিভ কিউতে একাউন্ট আছে, তারা প্রথম ৫ জনকে ইনভাইটেশান দিতে পারে। ইনভাইটেশান লিংকে ক্লিক করে কেউ একাউন্ট খুললে, যিনি ইনভাইটেশান দিচ্ছেন, তার পরিচিত নিশ্চিত করার জন্য ফেরিভাই করতে হয়। ইনভাইটেশান যিনি পাঠিয়েছেন, তিনি পরিচয় নিশ্চিত করলে ইনিশিয়েটিভ কিউ এর ফেরিভাইড একাউন্ট হোল্ডার হয়ে যায়। যোগ দেওয়ার সাথে সাথে ২ থেকে ৩ হাজার কিউ একাউন্টে জমা হয়ে যায়। এরপর প্রতিজনকে ইনভাইটেশান ভেরিফাই করার পর কিউ জমা হতে থাকে। প্রথম ৫ জনকে ভেরিফাই করতে পারে। ৫ জন হয়ে গেলে, ইনিশিয়েটিভ কিউ আরো ১০ জনের ইনভাইটেশান পারমিশন দেয়। এরপর ২৮ দিন আর কাউকে ইনভাইট করতে পারবে না। করলেও কিউ জমা হবে না। তবে যে ১৫ জনকে ইনভাইট এবং ভেরিফাই করা হয়েছে, তারা যদি ৪১ জনের উপর ইনভাইট এবং ফেরিফাই করে তাহলে ৪১ জনের পর থেকে ১২০ জন পর্যন্ত ২৬৩৩ কিউ করে বর্তমানে দিচ্ছে।
অবশ্য ১৫ জন ভেরিফাই করলেই বর্তমানে ৪০ হাজার কিউ এর মতো পাওয়া যাচ্ছে।
কোথায় পাবেন ইনভাইটেশান?
আপনার বন্ধুদের মাঝে কেউ না কেউ ইতিমধ্যে ইনিশিয়েটিভ কিউ এর একাউন্ট খুলেছে। তাদের থেকে ইনভাইটেশান নিতে পারেন। তাও না পেলে, ফেইসবুকে ইনিশিয়েটিভ কিউ লিখে সার্চ দিলেই কোন না কোন ইনভাইটেশন লিংক পাওয়া যাবে। ইনভাইটেশন লিংক পেলে যিনি ইনভাইটেশান লিংকটি দিয়েছেন, তার ফেইসবুক ইনবক্সে বা কমেন্টেস এ যোগাযোগ করে, যদি ভেরিফাই করতে রাজী হয়, তবেই একাউন্ট খুলুন। মনে রাখবেন, ইনিশিয়েটিভ কিউ এর একাউন্ট ভেরিফাই শুধুমাত্র পরিচিতরাই করার নিয়ম।
ইনিশিয়েটিভ কিউ নিয়ে যে স্বপ্ন দেখছে ফিল্যান্সাররা
ভবিষ্যতে এই কারেন্সির যখন মূল্য বৃদ্ধি হবে, তখন বর্তমানে জমা হওয়া কারেন্সির দাম বাংলাদেশী টাকায় কোটি টাকার উপর উঠতে পারে। ইনিশিয়েটিভ কিউ এর পুরোপুরি কার্য্যক্রম শুরু হলে এমন ফ্রি কিউ পাওয়ার সুযোগ সীমিত করা হবে। বিট কয়েন যেমন করেছে। তাই প্রথম অবস্থায়ই ইনিশিয়েটিভ কিউ থেকে কিউ আয়ে যোগ দিচ্ছে ফ্রিল্যান্সাররা। অবশ্য তারা বিষয়টিকে লটারীর মতো করে ভাবছে। যদি বিট কয়েনের মতো হয়ে যায়, তবে তো কোটি পতি। যদি নাও দাঁড়াতে পারে, তবেও ক্ষতি নেই। কেননা, এর জন্য কোন বিনিয়োগ করতে হচ্ছে না।
ইনিশিয়েটিভ কিউ নিয়ে প্রথমিক ব্যবহারকারীদের স্বপ্ন থাকলেও, এর ভবিষ্যত নিয়ে মন্তব্য করার এখনও সময় আসেনি। এমন অনেক কারেন্সিই অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেও টিকতে পারেনি। সেক্ষেত্রে ইনিশিয়েটিভ কিউ এর ভবিষ্যত কি তা এই মূহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু, যেহেতু কোন ইনভেষ্টমেন্ট বর্তমানে নেই, তাই একাউন্ট খুলা যেতেই পারে। সময়ই বলে দিবে, ইনিশিয়েটিভ কিউ বিট কয়েনের মতো পৃথিবী রাজত্ব করবে নাকি শতাধিক ব্যর্থ কারেন্সির মতো অনেক প্রত্যাশী নিয়ে শুরু করে বন্ধ করে দিবে।
ইনভাইটেশান লিংক: https://initiativeq.com/invite/BmF3JU1a7