বেসরকারি হাসপাতাল ল্যাবএইডের অব্যবস্থাপনা ও অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছিলেন, কিন্তু সাংবাদিকদের একটি সংগঠনের অসহযোগিতা ও পুলিশি বাধার কারণে তা পারেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চক বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, তার দেড় মাসের কন্যাশিশু আফিয়া ২৪ ডিসেম্বর থেকে ল্যাবএইডে ভর্তি ছিল। ২৫ ডিসেম্বর তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। ২৭ ডিসেম্বর সকাল ১১টার দিকে তিনি নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ঢুকে দেখতে পান, হাত দিয়ে পাম্প করে একটি যন্ত্রের মাধ্যমে আফিয়ার শ্বাস-প্রস্বাসের কাজ চালানো হচ্ছে। আধ ঘণ্টা পর জানানো হয় ইনকিউবেটর কাজ করছে না। চিকিৎসকরা তখন তার মেয়েকে তখন অন্য কোনও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। দুপুর ১২টার দিকে তিনি আফিয়াকে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান, তার মেয়ে বেঁচে নেই।
শফিকুল ইসলাম জানান, অনোন্যপায় হয়ে আফিয়াকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিল পরিশোধ করতেও দেরি হয়ে যায়। তিনি বলেন "ল্যাবএইড কর্তৃপক্ষকে অনুরোধ করি আমার স্ত্রী ও আত্মীয়স্বজন থাকল। ওরা বিল পরিশোধ করবে। আমি বাচ্চাটিকে নিয়ে যাই। কিন্তু ল্যাব এইড তাতে রাজি হয়নি।"
বিষয়টি তিনি গণমাধ্যমকে জানানোর জন্য সংবাদ সম্মেলন করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হলরুম বুকিং করেন। ১ জানুয়ারী সেখানে গেলে ডিআরইউ কর্তৃপক্ষ জানায় তার বুকিং বাতিল করা হয়েছে। পরে ডিআরইউ এর সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাইলে পুলিশ এসে তাকে বাধা দেয়।
শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মধুসূদন মণ্ডল ফোনে তাদের করলে সেখানে একটি মোবাইল টিম গিয়েছিল। মধুসূদন মণ্ডল অবশ্য শাহবাগ থানায় ফোন করার বিষয়টি অস্বীকার করেছেন।
শফিকুল ইসলাম বলেন, "এনআইসিইউ এর কর্তব্যরত চিকিৎসকের ভুলে আমার বাচ্চার মৃত্যু হয়েছে। ডাক্তার আমাকে জানিয়েছে ভেন্টিলেটর কাজ করছিল না। আমি জানতে পেরেছি আগের রাত সাড়ে চারটা-পাঁচটার দিকে হাসপাতালের বেসমেন্টে আগুন ধরে যায়। এ কারণে তিন তলার আইসিইউ থেকে অন্য রোগীদের সরিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও আমার বাচ্চাকে নেওয়া হয়নি।"
ল্যাব এইড গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এম এ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল চিকিৎসার জন্য বাচ্চাটি মারা যায়নি। ল্যাব এইড হাসপাতালেও মারা যায়নি। জন্মগতভাবেই শিশুটির হৃদযন্ত্রে তিনটি ছিদ্র ছিল। দু'বার চেষ্টা করা হয়েছে ছিদ্র বন্ধ করার জন্য। ব্যবস্থাপনাগত কোনও ত্র"টিও ছিল না। এ ধরনের রোগীদের জন্য বিশেষ ধরনের ভেন্টিলেশন মেশিনের প্রয়োজন হয়। এটা রোগীর আত্মীয়স্বজনকে আগেই জানানো হয়েছিল।"
ল্যাবএইডের মিডিয়া কোঅর্ডিনেটর মেসবাহ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ ডিসেম্বর ল্যাব হাসপাতালে কোনও আগুন ধরার ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলন করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, "কোনও কারণ ছাড়াই রিপোর্টার্স ইউনিটি আমাকে সংবাদ সম্মেলন করতে দেয়নি। ১ জানুয়ারি সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের জন্য রিপোর্টার্স ইউনিটিতে হল ভাড়া করেছিলাম। বিভিন্ন সংবাদপত্র অফিসে চিঠিও পাঠানো হয়। ১১টার দিকে রিপোর্টার্স ইউনিটিতে গেলে অফিসের লোকজন জানায়, আমার বুকিং বাতিল করা হয়েছে। কী কারণে বাতিল করা হল তা জানানো হয়নি। আগে থেকেও কিছু জানানো হয়নি। বাইরে দাঁড়িয়ে কথা বলতে গেলেও পুলিশি বাধা দেয়।"
শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিআরইউতে কী নিয়ে সংবাদ সম্মেলন বা কোন অনুষ্ঠান ছিল তা আমরা জানতাম না। ১ জানুয়ারি সাড়ে ১১টার দিকে ক্রাইম রিপোটার্স এসোসসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মধুসূদন মণ্ডল ফোন করে শাহবাগ থানায় জানায়, কিছু লোক জোর করে ডিআরইউ ও ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের অফিসে ঢোকার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে তারা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। তখন আমাদের একটি মোবাইল টিম সেখানে যায়।"
এ সম্পর্কে জানতে চাইলে মধুসূদন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সংবাদ সম্মেলনের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আর কেউ ডিআরইউ বা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ভেতরে ঢোকার চেষ্টা করেনি। ভবনের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। শাহবাগ থানায় আমি কোন ফোনও করিনি।"
মধুসূদন জানান, তিনি এখন 'একাত্তার' নামে একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন। এটি এখনও প্রচারে আসেনি। চ্যানেলটির অর্থায়ন করছে ল্যাবএইড গ্র"প।
ঘটনাটি সম্পর্কে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে ডিআরইউকে জানানো হয়েছিল। বাচ্চা মারা যাওয়ার বিষয়টি জানানো হলে মানবিক দিক বিবেচনা করা যেত। বাতিল করা হতো না। একদিন আগেই তার বুকিং বাতিলের বিষয়টি জানানো হয়েছে।"
সৌজন্যেঃ বিডিনিউজ২৪.কম