নাইজেরিয়ার সংগঠন 'বোকো হারাম'কে এখনো 'ইসলামপন্থী জঙ্গি সংগঠন' বলা হয় কেন? পৃথিবীর সকল মুসলীম নেতারা তাদের অমুসলীম ঘোষনা করে না কেন? তারা সন্দেহাতিত ভাবে সন্ত্রাসী সংগঠন। নামে বা জন্মগত মুসলমান হলেই কি মুসলমান?? ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কেহ বা কোন দল যদি সন্ত্রাসী কর্মকান্ড করে তবে কি তাকে সন্ত্রাসী বলা হবে না। ইসলাম প্রচারের নামে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন গুলোকে রুখা এখন প্রত্যেকটা মুসলমানের ঈমানী দায়িত্ব, বরং অনেক দেরী হয়ে গেছে। হয় দাওয়াতের মাধ্যমে কাজ কর না হয় প্রোপার ওয়েতে রাজনৈতীক ভাবে দেশের দায়িত্ন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা কর। সন্ত্রাসের জায়গা কোথাও নাই, ইসলামেও নাই।
বন্ধুরা, আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে গত ১৪ই এপ্রিল ২০১৪ নাইজেরিয়ার 'বরনো' প্রদেশের 'চিবুক' শহরের Government Secondary School এর ২৭৬ জন ছাত্রীকে বন্দি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নাইজেরিয়ার কুখ্যাত সংগঠন 'বোকো হারাম'। পরবর্তীতে এক ভিডিওবার্তায় শতাধিক ছাত্রীকে দেখানো হয় এবং বোকো হারামের কারাবন্দী সদস্যদের মুক্তি দিলে এসব স্কুলছাত্রীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এর পরবর্তীতে ঐ নিস্পাপ শিশুদের খবর আর পাওয়া যায় নি। ফলে আমরা বিশ্ববাসী সাধারণ মানুষেরা মনে করছি যে আমাদের ঐ মেয়েদের ফিরিয়ে আনতে বিশ্বনেতারা যথেষ্ট ভুমিকা রাখে নি। ফলে সারা বিশ্ব থেকে আজ একযোগে শ্লোগান উঠেছে '''Bring Back Our Girls'''।
পৃথিবীর সীমানা আজ ভূলে গিয়ে সবাই একই কন্ঠে শ্লোগান দিচ্ছে , ''আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো।
অভিনেতা থেকে শুরু করে খেলোয়ার, রাজনীতিবীদ থেকে শুরু করে লেখক সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের দাবী জানিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা একযোগে তাদের দাবি জানিয়ে দিচ্ছে বিশ্ব নেতাদের। ভরিয়ে ফেলা হচ্ছে ফেসবুক, টুইটার, ব্লগ। কেউ থেমে নেই। সবাই যার যার অবস্থান থেকে আওয়াজ উঠাচ্ছে, ''আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো''।
এটা কোন রাজনৈতিক আহ্বান নয়, নয় কোন ধর্মীয় উস্কানীমুলক শ্লোগান। এটা আমার আপ্নার প্রান প্রিয় কন্যা সন্তানকে কতিপয় পিচাশের হাত থেকে মুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার আব্দার।
কাজেই, আমরা যারা ব্লগিং করি বাংলা ব্লগে ব্লগে যাদের পদচারনা, ফেসবুকে যারা সর্বদা সোচ্চার, মানবতার জয়গান যারা গেয়ে যাচ্ছেন অবিরত তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনি আপনার অবস্থান থেকে আওয়াজ তুলুন, 'আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো''।
আর পারলে সাথে সাথে আমরা আমাদের প্রাণপ্রিয় মাতৃভুমির নামটিও সাথে রাখার চেষ্টা করব। যাতে করে আমাদের দেশ বাংলাদেশ ও যে সবসময় এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এবং এই দেশের তরুণেরাও যে সারা বিশ্বের তরুণদের সাথে একাত্বতা ঘোষনা করে এক সাথে চলতে পারে সেটাও প্রমান করে দিন।
- ফেসবুকে আপনার প্রফাইল পিকচার 'Bring Back Our Girls. করে দিন।
- আমরা Bring-Back-Our-Girls-Bangladesh নামে ফেসবুকে একটি পেইজ খুলেছি, এখানে অন্যান্য অনেক দেশের কর্মীদের সাথে লিন্ক করা আছে। ফলে আপনি শহজেই আপনার কথা বিশ্ববাসিকে জানাতে পারেন এবং জানতে পারেন। Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৪ সকাল ৭:২৮