অনেক দিন ব্লগ থেকে বাইরে ছিলাম। প্রচুর ব্যস্ত ছিলাম কিছু ব্যক্তিগত কাজে। যাই হোক কথা হচ্ছিল ভেলোর নিয়ে আর এদের মাতৃভাষা প্রসঙ্গ নিয়ে। হ্যাঁ, ভাষার ব্যপারে এরা সেনসেটিভ হওয়াতে আমাদের বিদেশীদের জন্য বিশেষ অসুবিধা হয় বৈকি! তবে এরা হিন্দি, ইংরেজী এবং ক্ষেত্র বিশেষে বাংলা পর্যন্ত বেশ ভালোই বুঝে কিন্তু বলতে পারে শুধু তামিলে। তাই স্বাভাবিক ভাবেই কিছুটা অসুবিধা হয়। কিন্তু সিএমসি হসপিটাল এর যে ডাক্তাররা আছেন তারা কিন্তু বেশ ভালোই হিন্দি বলতে পারেন। তাই বলতে গেলে চিকিৎসার ক্ষেত্রে বিন্দুমাত্র সমস্যার সৃষ্টি হয়না কারন তারা বাংলা না বললেও স্পষ্ট বুঝতে পারে। এতো গেলো ভাষার কথা। আমি ২০১২তে একবার চেন্নাই এপোলোতে গিয়েছিলাম এবং অবশ্যই চিকিৎসার জন্য । সেই তুলনায় দেখলাম সি.এম.সি শত গুনে ভালো। কেননা্, একেতো এদের চিকিৎসা খরচ খুবই রিজনেবল, এবং বলতে গেলে বলতে হয় চিটাগং এর যে কোন বিশেষজ্ঞ ডাক্তার এর ফি এর চেয়ে অনেক কম। আর এদের ডায়াগনষ্টিক ফি ও অনেক কম। আবার যন্ত্রপাতি গুলো আমার নিকট অনেক আধুনিক মনে হলো। যেমনঃ শুধু ব্লাড টেষ্ট দিতে পারে প্রতি মিনিটে একত্রে ১০০ জনের ও অধিক। আর আপনার টেষ্ট রিপোর্ট গুলো নিয়ে পুনরায় ডাক্তারের নিকট দৌড়াদৌড়ি করতে হবেনা। কারন আপনার রিপোর্ট অনলাইনেই আপনার রেফারেন্স ডাক্তারের নিকট পৌঁছে যাবে। আবার আমি এমন ও দেখেছি যে, ডাক্তার কোন কারনে তার রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয়, সেক্ষেত্রে ডাক্তার নিজেই কোন পরিচিত বিশেষজ্ঞ হসপিটালের ডাক্তারকে ডেকে এনেছে উক্ত টেষ্ট করিয়ে দেওয়ার জন্য। আর ডাক্তারদের ব্যবহারের কথা না হয় নাই বললাম্, সোজা বাংলায় কোথাও বিন্দুমাত্র হয়রানির শিকার হতে হয়না। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে সিরিয়াল ছাড়া টয়লেট ও করা যায় না এবং ঐ সিরিয়াল ব্র্যক করার চেষ্টা ও করবেন না। বিকজ, দেয়ার ভেরী সেনসেটিভ ঘুস দেওয়া বা নেওয়ার ব্যপারে। ইভেন, তারা দেয়ালে দেয়ালে কর্তৃপক্ষ দ্বারা পোষ্টারিং করেছে প্রায় ১৫/২০্জন লোকের ছবি দিয়ে যে তারা দালাল এবং প্রতারক। সো নেভার ট্রাই টু ডু দিস্ ।
চলবে.... বাকী আছে অনেক কথা... কিন্তু ধৈর্য্য ধরতে হবে ... প্লিজ..