আমার এই ব্লগটি লেখার উদ্দ্যেশ্য ছিল যারা চিকিৎসার জন্য ভেলোর যান, তাদের উদ্দ্যেশ্যে। তামিলনাড়ু রাজ্যের শুরুতেই ভেলোর শহরের অবস্থান। ভেলোরকে দক্ষিনের ফোর্ট সিটি বলা হলেও আমাদের বাংলাদেশীদের জন্য ভেলোর শহরটি বিখ্যাত সি.এম.সি. হসপিটাল এর জন্য বিশেষ ভাবে পরিচিত। কথাটি এই জন্যই বলছি, ভেলোর টাউন এ গিয়ে বিশেষত সি.এম.সি এলাকায় গেলে বুঝতে কষ্ট হয়যে, বিদেশ আছি। এমনিতেই ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র, তার উপর পুরো পশ্চিম বঙ্গ রাজ্য বাংলা ভাষাভাষীদের দখলে। তাই কোলকাতা গেলে কেউ বিশ্বাসই করতে চাইবেনা এটা বিদেশ । কেননা এখানে বাংলার আধিক্য সাংঘাতিক বেশি। আবার অমিলের কথা বললেও একই কথাই বলতে হয় শুধু ভাষা ছাড়া (নিজ দেশের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি) আর কিছুর সাথেই আমার এই অভাগা দেশটির মিল নেই। তা হতে পারে শৃংখলা, পরিচ্ছন্নতা, আইন-কানুন, নিয়মনীতি ইত্যাদি অনেক কিছুই। যাই হোক বলছিলাম ভেলোর এর কথা.. সি.এম.সি হসপিটাল এর আশে পাশে ২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ছোট বড় আবাসিক হোটল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ও টুরিষ্টদের জন্য প্রয়োজনীয় দোকান। এই শহড়ের যারা জন্মগত নাগরিক তাদের ভাষার ১% ও আমরা তো দুরের কথা খোদ ভারতীয়রাই বুঝতে পারেনা। এতই র্দুবোধ্য তাদের ভাষা বা লেখা। আবার এদের নিজস্ব মাতৃভাষার প্রতি এ্ত বেশি টান যে, তারা সাইনবোর্ড গুলোতেও একটি অক্ষর ইংরেজিতে লেখেনা যদি না তা অনিবার্য হয়......চলবে...
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩