ছবি - dhakatribune.com
দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে ২২৯টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের মূল প্রার্থী নৌকা প্রতীকে হোসনে আরা লুৎফা ডালিয়া ভোট পেয়েছেন ২২ হাজার ৩০৬। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে থেকে ২২৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর আগে, সাধারন জনগন দিনভর উৎসব আমেজে ভোট দিয়ে তাদের নেতা বা মেয়র নির্বাচন করে রসিকবাসী।
ছবি - thedailystar.net
ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, আওয়ামী লীগের প্রার্থী অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়ার থেকে ১ লাখ ২৪ হাজার ৪৯২ বেশি ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এমনকি, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট যা আওয়ামী লীগের মূল প্রার্থী তথা নৌকা থেকে ডাবল।
এক নজরে ভোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান -
** মোস্তাফিজার রহমান মোস্তফা (জাপা - লাঙল) ১,৪৬,৭৯৮ ভোট
** আমিরুজ্জামান পিয়াল (ইসলামী আন্দোলন - হাত পাখা ) ৪৯,৮৯২ ভোট
** লতিফুর রহমান মিলন (বিদ্রোহী - আ. লীগ- হাতি ) ৩৩,৮৮৩ ভোট
** হোসনে আরা লুত্ফা ডালিয়া (আ. লীগ - নৌকা ) ২২,৩০৬ ভোট
নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় সারা দিন ভোট পর্যবেক্ষণ করেন। বিকেল ৫টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, "ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিছুটা ধীরগতি, এ ছাড়া ভোটার উপস্থিতিও বেশি। এ কারণে ভোটগ্রহণ শেষ হতে রাত ৮টা বাজতে পারে"। এর আগে দুপুরের দিকে ভোট চলাকালে সিইসি নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, "রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করছি"।
এ ভোটের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন ভালো ভোটগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বছর শেষ করল। আগামী বছরের শেষের দিকে এই কমিশনের অধীনেই শুরু হবে জাতীয় নির্বাচনের। নির্বাচন কমিশন তাদের আয়োজিত এই নির্বাচনে জনগনের মাঝে এই বার্তা পৌছে দিতে পেরেছে যে, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব-কর্তব্য পালনে আন্তরিক যদিও নির্বাচনে গোলযোগ না হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতির কিছুটা অভিযোগ ছিল। এই নির্বাচনের মাধ্যমে কমিশন তাদের নিরপেক্ষতা ও আন্তরিকতা প্রমাণে আরো একধাপ এগিয়ে গেল বলেই মনে হয়।
সব দেখে শুনে মনে হয়েছে, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় ভোট দেয়ার সুযোগ পাওয়ায় জনগণ স্বতঃস্ফুর্ত ভাবে ভোট দিতে গিয়েছে এবং তাদের পছন্দের মানুষকেই নগর নেতা বা মেয়র নির্বাচিত করেছে যাতে গণতন্ত্রের মূল বিষয়ের (কোন প্রকার বাঁধা বিহীন মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ ) প্রতিফলন হয়েছে । আবার , বছর শেষের নির্বাচনে জনগণও দেখিয়ে দিয়েছে যে , যদি তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবে তারা সকল ভয়-ভীতির উর্ধ্বে উঠে তাদের পছন্দমতই শাসক নির্বাচন করবে কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়।
এই নির্বাচনের ফলাফল রংপুরের বাইরের তথা সারা দেশের সাধারন মানুষের সাথে সাথে শাসকদল আওয়ামী লীগকে কি মেসেজ দেয় বা কিভাবে তারা তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করে তাই ভাবনার বিষয় । এই ফলাফল উভয়কেই তাদের করণীয় সম্পর্কে ভাবার সুযোগ করে দিয়েছে বলেই মনে হয়। আর তাই, উভয়ে (জনগণ ও শাসকদল ) কিভাবে এই ফলাফলকে বিচার করবে এবং তাদের ভবিষ্যত করণীয় ঠিক করবে তাই দেখার বিষয়। তবে যে যেভাবেই দেখুক-ভাবুক-করণীয় নির্ধারিত করুক না কেন " প্রশাসন তথা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও জনগনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ" - ই শেষ কথা হওয়া উচিত। তাতে যেই প্রার্থী বা যে দলই নির্বাচিত হোক না কেন।
========
তথ্যসূত্র-
১। Rangpur city election on December 27 - Click This Link
২। রংপুর সিটি নির্বাচন: নৌকাকে হারিয়ে লাঙলের জয় - Click This Link
৩। বিপুল ভোটের ব্যবধানে মোস্তফা পুনরায় রংপুর সিটির মেয়র নির্বাচিত - https://m.dailyinqilab.com/article/544087/
৪। রংপুর সিটি করপোরেশন নির্বাচন, - জাপার মোস্তফা আবার মেয়র - Click This Link
৫। Rangpur Mayoral Election: JP’s Mostafa wins, AL polls only 8pc - Click This Link
==================================================================
পূর্ববর্তী পোস্ট -
৪। " বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন " - তুমি কার ? -
Click This Link
৩। সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে - আপনি কি একমত ? -
Click This Link
২। বর্তমান সময়ে আমরা কি একটি বুদ্ধি প্রতিবন্ধী ও দৃষ্টিশক্তি হীন জাতি বা প্রজন্মে পরিণত হচছি বা হতে যাচছি? -
Click This Link
১। আমাদের সমাজের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়ছে ? -
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:৪৭