
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। শক্তিশালী নিউজিল্যান্ড দলকে ৪-০ ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করায় সব দিকেই আজ আনন্দের বন্যা। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী থেকে শুরু করে টিভি চ্যানেলের মালিক, অভিনন্দন জানাতে দেরী করেনি কেউ। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় খেলোয়াড়, কোচের পাশাপাশি ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানান এই অভূতপূর্ব সাফল্যের জন্য।
এটা কোন ক্রিকেট বোর্ড ? এই সেই ক্রিকেট বোর্ড যারা সবসময় বিজয়ী দলের পাশাপাশি থাকতে ভালবাসেন কিন্তু পরাজিত দলের সমব্যাথী হতে চান না। দলের পরাজয়ে যারা ক্রিকেটারদের দেশপ্রেম এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বক্তব্যবের প্রতিবাদ করায় যাদের কাছে নতজানু হতে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। তারাই আজ সেই ক্রিকেটারদের বিজয়ে অভিনন্দনে সিক্ত হচ্ছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে ট্রফি তুলে দিয়ে তেলতেলা হাসি নিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।
সেই ছবিটার কথা মনে আছে ???? পত্রিকার পাতায় যে ছবিটা প্রকাশিত হওয়ার পর চারিদিকে ঘৃণার ছি. ছি. রব উঠেছিল। আজ এই বিজয়ের দিনে ছবিটা দেয়া অনুচিত এবং আমাদের অধিনায়কের পক্ষে অমর্যাদাকর হবে বিধায় ছবিটা পোস্টে দেয়া থেকে বিরত থাকলাম। নূন্যতম লজ্জাবোধ থাকলে ঐ ব্যাক্তির আজ তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।
আগ্রহীরা এ বিষয়ে জানতে লিন্কগুলিতে ক্লিক করতে পারেন .......
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
ক্রিকেট দলের এই মহান বিজয়ে ক্রিকেটার এবং কোচ ছাড়া আর কেউ যদি অভিনন্দন প্রাপ্য হয়ে থাকে তবে তারা এই দেশের সাধারণ ক্রিকেটপ্রেমী দর্শক যারা কোন ধরনের লোভ-লালসা ছাড়াই ক্রিকেটারদের পাশে থাকেন জয়-পরাজয়ে।
জয়তু সাকিব বাহিনী। এগিয়ে যাও বীরদর্পে।