
মাঝে মাঝে বিজ্ঞাপন দেখার ফাকেঁ টিভি অনুষ্ঠান দেখি। অনুষ্ঠান যাই হোক না কেন বিজ্ঞাপনগুলো জব্বর। সাম্প্রতিক সময়ে দেখা তিনটি বিজ্ঞাপন দৃষ্টি আকর্ষন করেছে ভিন্ন একটা কারনে। ভাবুনতো এই বিজ্ঞাপনগুলোতে শিশুদের কিরুপে উপস্থান করা হয়েছে --
. প্রথমটি একটি টিভি কোম্পানির বিজ্ঞাপন..
দুটো শিশু (ভাইবোন) নিজেদের বাসায় টিভি না থাকায় তাদের সমবয়সী অন্য এক শিশুর বাসায় টিভিতে টমএন্ডজেরি কার্টুন দেখতে গেলে ঐ শিশুটি তাদের মুখের উপর জানালার কপাট বন্ধ করে দেয়।
দ্বিতীয়টিতে - একটি ব্যাংক লোনের বিজ্ঞাপনে বৃষ্টির সময় স্কুল ছুটির পর একটি কিশোর তার সহপাঠিনীর গাড়ীতে উঠতে চাইলে সহপাঠিনী তাকে ধাক্কা দিয়ে গাড়ীর দরজা বন্ধ করে দেয়।
তৃতীয়টি রেফ্রিজারেটরের বিজ্ঞাপন - একটি কিশোর গরমের সময় তার মার জন্য ঠান্ডা পানি আনার জ ন্য পাশের বাড়ীতে যায় যাদের বাড়ীতে রেফ্রিজারেটর আছে। ঐ বাড়ীর মেয়েটি - ফ্রিজ কেনার মুরদ নেই, ঠান্ডা পানি খাওয়ার শখ- বলে বাড়ীর দরজা বন্ধ করে দেয়।
শিশুরা নাকি অনুকরন প্রিয় হয়। নিজের ছয় বছরের ছেলেটিকে দিয়ে বুঝি বিজ্ঞাপন শিশুদের কিভাবে প্রভাবিত করে। উপরের বিজ্ঞাপনগুলো থেকে আমাদের শিশুরা কি শিখবে? আমাদের মাথামোটা বিজ্ঞাপন নির্মাতাদের সন্তানের সাথে যদি উপরে বর্নিত বিজ্ঞাপনের কোন একটির মতো আচরণ করা হয় তখন তাদের কেমন লাগবে?