গল্প চালু আছে ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এক মাসের পরিবর্তে ১৫ দিনে একটি ব্রীজ বানায় নদীর দুইদিক থেকে দুই গ্রুপ এক সাথে কাজ করে। দুই গ্রুপ ১৫ দিনের কাজের শেষে যখন নদীর মাঝে মিলিত হলো তখন দেখা গেল মাঝখানের মিলিত স্থানের পার্থক্য ১ থাও(১ থাও= ১ ইঞ্চির ১০০০ ভাগের এক ভাগ)।
চীনাদের বানাতে দেয়া হলো পাহাড়ের পেট ছিদ্র করে একটি টানেল। সময় এক মাসের পরিবর্তে ১৫ দিন। দুদিক থেকে কাজ শুরু হয়ে গেল যুদ্ধকালীন তত্পরতায়। ১৪ দিন, ১৫ দিন, ১৬ দিন দুই দলের আর দেখা নাই। ২০, ২১, ২২ দিন যায় দেখা নাই। বাইরের সবাই মহা চিন্তিত কোন অঘটন ঘটেনিতো? ২৭, ২৮, ২৯ দিন যায় খবর নেই। ৩০ দিনের দিন নাংগা প্রভাতে দুদল মুখামুখি, কোলাকুলির পরিবর্তে পাহাড় ভেদ করে দুই দিক দিয়ে বের হয়ে গেল।
আমেরিকা পেল ১টি ব্রীজ; আর চীনারা পেল ২টি টানেল!