রবীন্দ্র নাথ বলেছেন ' আমি আমার ভগবানকে বিশ্বাস করি, কারণ; তাঁকে অবিশ্বাস করার অধিকার তিনি আমায় দিয়েছেন'।
কথাটি আসলেই হক কথা । কেহ কোন অপরাধ করলে বা স্রষ্টাকে অস্বীকার করলে তিনি তার ব্যবস্থা পরকালে রেখেছেন এবং বান্দাদের স্বাধীনতা দিয়েছেন বলেই তিনি স্রষ্টার যোগ্য , তিনি মহান। তার পরেও ইহ জাগতিক বিচার ব্যবস্থাও আছে। কেউ তার কর্মকাণ্ড বা লেখনীর মাধ্যমে সীমা অতিক্রম করলে দেশের প্রচলিত আইনে তার ব্যবস্থা করা হউক; ফতোয়া বাজীকে প্রশ্রয় না দিয়ে।
পৃথিবীতে সেই সবচেয়ে বড় অভাগা, যে তার নিজ দেশে, নিজ বাড়িতে প্রবেশাধিকার পায় না।
দাউদ হায়দার ও তোসলিমা কী দেশের মুখ দেখবে না ? তারা কী এতই অভাগা