বর্তমান সময়ে কিছু মুখোরচক শব্দ বা খাবার ও বলা যায় যা মানুষ সেই খাইতিছে
নাস্তিক, ব্লগার, মুক্তমনা,
কিছু কইলে ই সে নাস্তিক, মুক্তমনা, মরলে ই ব্লগার,
আমরা পাইলে ই হয় একটা বিষয় তা নিয়ে গল্প বানাতে আমাদের জুড়ি নাই।
আমরা একটা কে অন্যটার সাথে কি ভাবে যে জুড়ে দিতে পারি যে মাইক্রোস্কোপ দিয়ে ও ফাটল পাওয়া যাবে না।
আসেন দেখি আপনাদের এই ব্যাপারে কিছু ধারনা দেওয়া যায় কি না।
ব্লগ কি?
তাই না? ব্লগ হলো সাধারন তো একটা মানুষ এর দিনলিপি যেই খানে সে তার নিজের কথা গুলো লিখে প্রকাশ করে ।
অনেক মানে আছে আমি শুধু মাত্র কিছু টা ধারনা দেওয়ার চেষ্টা।
ব্লগার কি?
সাধারণত যারা ব্লগ লিখে তারা ই ব্লগার।
কারো নিজস্ব ব্লগ থাকে কেউ বা বিভিন্ন পরিচিত ব্লগে লেখা লেখি করে।
নিজের মত প্রকাশ করে।
মুক্তমনা কি?
নিজের মতামত প্রকাশ। যা ইচ্ছা তাই বলা।
যাকে বলে বাক স্বাধীনতা। মানে অন্যের গায় লাগলো কি না বিষয় না যা মন চায় বইলা দেওয়া নিজের যুক্তি তে।
নাস্তিক কি?
নাস্তিক রা সাধারণত ঈশ্বর বিশ্বাসী না।
তারা আদৃষ্টতা বাদে বিশ্বাস করে না। তারা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। তারা মনে করে মানবতা পরম ধর্ম।
আর একটা জিনিস আছে যা মানুষ খুব কম জানে বা বোঝে আর তা হলো
ইসলাম বিদ্বেষী।
ইসলাম বিদ্বেষী কি?
যারা সাধারণত ইসলাম কে মানতে পারে না সহ্য ও করে না।
এইরকম অনেক মানুষ আছে মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষ ও আছে এমন অনেক ই।
এখন মুল কথায় আসি।
ইদানীং অনেক পরিমাণ খুন হচ্ছে আর যারা খুন হচ্ছে তারা আমজনতা না তারা সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে পরিচিত ব্যক্তি।
সমস্যা হইলো তারা যে ই মারা যায় সে ই নাস্তিক বা ব্লগার হইয়া যায়।
আর আমরা সব খুন কে একি উদ্দেশ্য বানায় ফেলি।
যারা মারা যাচ্ছে সবাই নাস্তিক না সবাই ব্লগার না।
তবে তাদের ভিতর অনেকে ই ইসলাম বিদ্বেষী ছিল তারা কিন্তু নাস্তিক না।
ধর্ম একটা বিশ্বাস এর নাম।
যার যার বিশ্বাস নিয়ে সে সে থাকি না সমস্যা কি?
আমি মুসলিম বি প্রাউড আমি মুসলিম। ত
তাইলে আমি অসুস্থ হইলে আপনি নাস্তিক বলে আমাকে রক্ত দিবেন না?
তাইলে আপনি কিসের নাস্তিক?
কিসের মানবতায় বিশ্বাস করেন।
অন্যের দোষ বাদ দিয়ে নিজের ভালো বলা শুরু করি দেখবেন সব ঠিক হয়ে গেছে।
আমার ইসলাম শান্তির ধর্ম
তবে অনেকে খুন করে আল্লাহু আকবর বলতে বলতে যায়।
ভাই তারা কি সবাই মুসলিম এই প্রমাণ টা ও আমরা করতে যাই না
সব দোষ দিয়ে দি।
একটু সবাই ভাবি আমরা গভীর ষড়যন্ত্র এর ভিতর আছি আপনি আমি কেউ ই নিরাপদ না।
So KeeP SaFe Let SaVe......
পার্থ-
২৬.০৪.১৬
দুপুর ০১.০৭
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮