হাজার তাঁরার মাঝে একটি চাঁদ,
হাজার মানুষের ভীরে ধরেছিলাম তোমার হাত।
শুধু তোমাকেই ভালবেসেছিলাম,
দিনরাত তোমাকে নিয়ে হাজার স্বপ্ন এঁকেছিলাম,
বিনিময়ে কি খুব বেশি কিছু চেয়েছিলাম ?
তবুও অনেক কিছু তোমার থেকে পেয়েছিলাম।
কিছু দুঃখ, কিছু কষ্ট দিয়ে সাজানো ব্যাথা,
আর দিয়েছিলে কিছু মিছে আশা।
অনেক কেঁদেছি তোমায় হারিয়ে,
কত শত রাত করেছি পার নির্ঘুম থেকে,
অশ্রুধারাতে, মাথার বালিশ ভিজিয়ে।
তোমার দেয়া কষ্ট নামক উপহার,
ক্রমশ আমার জগত করেছে অন্ধকার।
যে জগতে সাথী ছিল নির্ঘুম রাত,
আর সিক্ত বালিশ আমার।
এখন ক্লান্তি করেছে গ্রাস এ আমাকে,
পারছি না আমি আর এ ভার বইতে।
এখন আমি ভেঙ্গে পড়ছি ধীরে ধীরে,
তোমার দেওয়া কষ্টগুলোর ভারে।
এখন আমি বসে থাকি আঁধারে,
মেতে উঠি হাজারো নির্বাক কথোপকথনে।
বলে চলি হাজারো না বলা কথা,
তোমার জন্য ভেবেছিল এ মন যা।
এখন আমি পেরেছি বুঝতে,
তোমায় পাওয়ার যে ছিল আশা,
সবই ছিল ভুল, শুধুই মরীচিকা।
এখন আমার মনে প্রশ্ন জাগে,
বুঝেও কেন পারছি না তবে,
তোমায় ভুলে যেতে।
কি সুখ পেলে বল কষ্ট দিয়ে,
আমায় ব্যাথার সাগরে ভাসিয়ে?
আর নয় এ ব্যাথার সাগরে ছন্নছাড়ার মত ভেসে চলা,
আর নয় এভাবে দিশেহারা হয়ে উত্তর খুঁজে ফেরা।
আজ আমি মুক্তি দিতে চাই,
মুক্তি দিতে চাই আমার নির্ঘুম রাত কে,
আর আমার এ সিক্ত বালিশ কে।