আজ মন আমার উদাসী হয়ে
হাতছানি দিয়ে ডাকে তোমায়,
সাক্ষী আছে কালো আকাশ
নাম না জানা তাঁরা গুলো।
তুমি সাড়া দিলে না ?
জানি শত ডাকলেও সাড়া দেবে না।
কোন সে অপরাধে আমায় ছেড়ে চলে গেল??
জানি না আমি।
সব বাঁধন ছিড়ে চলে গেলে তোমার সুখের কাছে
আর আমাকে নিঃস্ব করে রেখে গেলে।
আমিতো চেয়ে ছিলাম হাঁটবো
তোমার হাত ধরে নির্জন কোন রাস্তায়
ভিজবো তোমার সাথে বৃষ্টিতে
কোন এক দুপুরে,
ঘুরবো রিক্সায়
দিন শেষে ফিরবো বাড়ী
তোমার কোমল হাতের বিদায় ছোঁয়া নিয়ে।
কিছুই হল না,কিচ্ছু পারলাম না
অবশেষে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে গেলাম
আর সঙ্গী হল আমার একাকীত্ব
আর তোমার সাথে কাটানো কিছু ভালো সময়
সৃতির পাতায় লিখে নিয়ে।
______নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )