আগামীকাল তৃতীয় বাংলা ব্লগ দিবস। শুরুর দিকে সমালোচিত হলেও এবছর ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে একটি সার্বজনীনতা পাবে বলেই আমার বিশ্বাস। দিবসটি পালনে ইতোমধ্যেই নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যুথবদ্ধ ব্লগ সাইটগুলোতে নোটিশ দেখা যাচ্ছে, ইমেইল পৌছে গেছে এবং প্রস্তুতি চলছে আগামী কালের অনুষ্ঠান সফল করার।
বাংলা ভাষায় প্রথম ব্লগিং প্লাটফর্ম হিসেবে সামহোয়ারইন সর্বাধিক জনপ্রিয় এবং ব্লগার অধ্যুষিত। এতোদিনে হয়তে সামুর নিবন্ধিত ব্লগারের সংখ্যা লাখ ছুই ছুই করছে। এই চিত্র একটি ব্লগ সাইটের জন্য খুবই গৌরবের।
সামুতে আগে একটি বিষয় খুব বেশি লক্ষ্য করা যেত। অনেক নবীন ব্লগারই ক্ষোভ প্রকাশ করতেন এই বলে যে, সামুর নিয়ম অনুযায়ী ৭দিনে সেফ হওয়ার কথা থাকলেও সে প্রক্রিয়াটি ঘটতে সময় লাগে মাসের পর মাস। নিবন্ধিত হওয়ার পর ছাড়পত্র পাওয়ার এই বিলম্বটি নবীন ব্লগারদের জন্য খুব কষ্টের তা আমার অভিজ্ঞতায় না থাকলেও বুঝতে অসুবিধা হয়না। কারণ আমি নিবন্ধিত হবার ২দিন বাদেই সেফ হয়েছিলাম। কিন্তু এখনো এমন অনেকে আছে যারা হয়তো সেফ হয়ে নিজের মত প্রকাশের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।
তাই সামু টিমের প্রতি আমার আহ্বান থাকবে, ব্লগ দিবসকে সামনে রেখে সকল নিবন্ধিত ব্লগারকে সেফ করে দেয়া হোক। আমি এ কথাকে মোটেও হালকাভাবে উপস্থাপন করছিনা। কারণ এমন সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু ব্লগার নিজেকে সচল ব্লগার হিসেবে আবিস্কার করবে এবং ব্লগিং এর উদ্দীপনা পাবে। আর বাংলা ব্লগ দিবসের মূল উদ্দেশ্যই যেহেতু বাংলা ভাষায় ব্লগিংকে আরো সম্প্রসারিত, কার্যকর, গতিশীল ও ফলপ্রসু হিসেবে প্রতিষ্ঠিত করা তাই নবীন ব্লগারদের এই ছাড়পত্র সে উদ্দেশ্যকেই সফল করবে বলেই আমি মনে করি।