বাপ্পির সামনে বিএসসি পরীক্ষা দিবে। তবে তার ফুরফুরে মেজাজ । পড়ালেখার প্রতি কোনো চিন্তা নেই। বাপ্পির একটাই অভ্যাস প্রতিদিন সকালে আর সন্ধ্যায় র্সূয উদয় আর র্সূয অস্ত দেখবে তার বাসার বারান্দা থেকে। আজ র্সূয উদয়ের সঙ্গে সঙ্গে তার বাসার সামনের ৫ তালার বারান্দা থেকে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে আজ অন্যরকম অনূর্ভূতি বোধ করল বাপ্পি।
এরপর প্রতিদিনই মেয়েটাকে দেখত বাপ্পি। এখন আর শুধু সকাল আর সন্ধা নয় পুরো দিনই বারান্দার আশে পাশে ঘুরে বাপ্পি শুধুমাত্র মেয়েটাকে একবার দেখার জন্য। মেয়েটাও দেখে তাদের পাশের বিল্ডিংয়ের একটা ছেলে প্রতিদিন সে আসলে তার দিকে তাকিয়ে থাকে।
প্রতিদিনের মত বাপ্পি কলেজে যাচ্ছে। সে দেখল মেয়েটা তার দিকে আসছে। বাপ্পি মেয়েটাকে পাশ কাটিয়ে যাচ্ছে।
মেয়ে: এই যে দাঁড়ান…………….
বাপ্পি সোজা দাড়িঁয়ে গেল চোখ নিচের দিকে রেখে
মেয়ে: আমার দিকে তাকান…………………
বাপ্পি রোবটের মত মেয়েটার দিকে তাকাল
মেয়ে: আপনি প্রতিদিন বারান্দা থেকে আমাদের বারান্দা দেখেন কেন….
বাপ্পি কিছু না বলে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে
মেয়ে: কিছু বলছেন না কেন…………….
বাপ্পি: আই লাভ ইউ…….
মেয়ে: কি………………….
বাপ্পি: আমি তোমাকে ভালোবাসি………………………………
মেয়ে: মেয়ে দেখলে প্রেম করার ইচ্ছ হয় না…………………….
বাপ্পি: জ্বি না শুধু মাত্র তোমাকে দেখলে প্রেম করার ইচ্ছা হয়……………………
মেয়ে: কি করেন…………………………..
বাপ্পি: আপতত পড়ালেখা, ভবিষ্যতে বহু কিছু করার ইচ্ছা আছে……………….
মেয়ে: হুম আপনার বাসায় কে আছেন…………………………
বাপ্পি: আপতত মা বাবা ভাই বোন………ভবিষ্যতে বহু জন আসতে পারে আবার যেতে পারে…………….
মেয়ে: কথায় কথায় ভবিষ্যত ভবিষ্যত করেন কেন………………………
বাপ্পি: ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে………………….
মেয়ে: আজ থেকে বর্তমানের কথা চিন্তা করেন………………….
বাপ্পি : ঠিক আছে……………………………
মেয়ে: বিকালে আমার বাসার নিচে আসবেন ঘুরতে যাব………………..
মেয়েটা চলে যাচ্ছে। বাপ্পির মনে পড়ল মেয়েটার নাম জিজ্ঞাস করা হয়নি……..বাপ্পি পিছন থেকে মেয়েটাকে ডাকল…………………….
বাপ্পি: এই যে তোমার নাম কি……………………………?
মেয়ে: কি আপনি এতদিন আমার দিকে তাকান অথচ এখনো নামই জানতে পারলেন না………………..
বাপ্পি: না জানতে পারি নি…….তোমার নামটা কি বল প্লিজ………………
মেয়ে: রিয়া
বাপ্পি: তুমি যে বললে না…………………
রিয়া: কি বলিনি……………………….
বাপ্পি; আমাকে ভালোবাসো কিনা……………………….
রিয়া: হা………………হা………………..হা……………..ভালোবাসি তোমাকে..
বাপ্পি আজ খুশি আজ রিয়া নিজে এসে আই লাভ ইউ বলে দিয়েছে।
এভাবে বাপ্পির জীবন কাটতে লাগল ।বি এস সি পাস করে এম এ তে ভর্তি হয়েছে আর ভবিষ্যতের কথা চিন্তা করে একটা চাকরি নিয়েছে। রিয়া বাপ্পিকে খুব ভালোবাসে এটা করছ কিনা ওইটা করচ কিনা সারাদিন এসব প্রশ্নের সম্মুখিন হতে হয় বাপ্পিকে আর কোনো কিছু ওর মতে ভুল হলে সেদিন আর কথা বলবে না বাপ্পির সাথে, ফোন দিবে না। পরে বাপ্পিকে রাগ ভাঙাতে হবে।
রিয়ার অপছন্দ শুধু মিথ্যা বলা। একবার বাপ্পি দেরিতে দেখা করতে আসায় রিয়াকে বলেছিল অফিসের কাজের চাপে আসতে দেরি হয়েছে আসলে ঐদিন অফিস বন্ধ ছিল। আর রিয়া সেটা বাপ্পির বন্ধু নাহিদের কাছ থেকে আসার সময় জানতে পেরেছিল তার পর বাপ্পির সাথে রিয়া তিনদিন কোনো কথা বলে নি। পরে বাপ্পি মাফ চাওয়ায় মাফ করে দিয়েছিল। এভাবেই বাপ্পি রিয়ার হাসিখুশির প্রেম চলতে লাগল।
একদিন রিয়া বাসায় একা। তার বাবা মা এক বন্ধুর বাসায় বেড়াতে গেছে আর তার ভাই ঐশি মাঠে খেলতে গেছে। কলিংবেল বাজতে রিয়া দরজা খুলে দেখে তার ফুফাতো ভাই নাহিদ দাঁড়িয়ে আছে।
রিয়া: আরে নাহিদ ভাই আপনি………………..
নাহিদ: এদিক দিয়ে যাচ্ছিলাম তাই আসলাম…………………..
রিয়া: কেমন আছেন
নাহিদ: ভালো………..ঘরে আসতে বলবে না……………………..
রিয়া: আসেন।নাহিদ সোফায় এসে বসল…………………….
নাহিদ: তোমার বাবা মা কোথায়……………………
রিয়া: বাবা মা বাইরে গেছে……………………
নাহিদ : একটু পানি খাওয়াও………………………….
রিয়া: ঠিক আছে ভাইয়া আমি আনছি…………………….
রিয়া পানি আনতে গেল। হঠাৎ করে রিয়া বুঝল তার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। রিয়া পিছন ফিরে তাকাতেই দেখল নাহিদ। মুখে অন্যরকম হাসি।নাহিদ ঝাপিঁয়ে পড়ল তার উপর।
পরের দিন
রিয়া বুঝতে পারছে না কি হতে কি হয়ে গেছে। গতকাল নাহিদ যাওয়ার সময় বলে গেছে এ কথা কাউকে বললে তার বাবা মাকে মেরে ফেলবে।রিয়া বাবা মাকে কিছু বলেনি শুধু কাঁদছে। বাপ্পিকে এসব বলবে না বলবে এসব সংশয় নিয়ে বসে রয়েছে। শেষ পযর্ন্ত রিয়া বাপ্পিকে ফোন দিয়ে দেখা করতে বলল।
আজ বাপ্পির মেজাজ অন্যরকম। যে মেয়ে কোনোদিন তাকে ঘুরতে আসতে বলে নি প্রতিবারই সে রাজি করেছে আজ সে মেয়ে তাকে আসতে বলেছে। দূর থেকে রিয়াকে দেখা গেল।
বাপ্পি: রিয়া কেমন আছো…………………..
রিয়া: তোমার সাথে আমার একটা কথা আছে…………………….
বাপ্পি: কি কথা বল………………..
রিয়া: হয়ত বা কথাটা শুনলে আমাদের সর্ম্পক আর থাকবে না………….
বাপ্পি: এমন কি কথা …………………...যা আমাদের সর্ম্পক নষ্ট করবে……………..
রিয়া: আমি ধর্ষণ হয়ছি…………………….
বাপ্পি: কি……………………………….
রিয়া: যা শুনেছে তা সত্য…………….আমি আসি………………….
বাপ্পি কি করবে বুজতে পারছে না………………পিছন থেকে রিয়ার হাত ধরে ফেলল।
বাপ্পি: শোন আমি তো তোমার শরীরটাকে ভালোবাসি নি আমি ভালোবেসেছিলাস তোমার মনকে…………………………..
রিয়া বাপ্পির দিকে তাকাল। যা কোনোদিন করেনি আজ তা করল বাপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাপ্পিও কাঁদতে লাগল।
এ কান্না কিসের তা তারা জানে না । আনন্দের না দুঃখের।
*বন্ধুরা আপনারা কি রিয়ার মত সত্য কথা বলতে পারবেন আর বাপ্পির মত কাউকে ভালোবাসতে পারবেন কোনো মেয়েকে………..প্রশ্ন রইল আপনাদের কাছে…...................?
* এ গল্পের সাথে বাস্তব জীবনের মিল নেই*
ধন্যবান্তে: ##বাপ্পি##
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯