বাংলাদেশ টেলিভিশন দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট্রের এক জরিপের ভিত্তিতে মঙ্গলবার এ কথা বলেন তথ্যমন্ত্রী।
পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন জনপ্রিয় হতে পারছে না- এটা সঠিক নয়।
"বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট্রের জরিপ মতে, বাংলাদেশ টেলিভিশন দেশে সর্বাধিক জনপ্রিয়।"
মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেকের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, 'হলুদ সাংবাদিকতা' বন্ধে প্রেস কাউন্সিল অ্যাক্টের অনুসরণীয় আচরণ ও বিধিগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।
তথ্যমন্ত্রী বলেন, হলুদ সাংবাদিকতা রোধে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩; বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪, অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০০৩; সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি ১৯৯৩ (২০০২) রয়েছে। এর বত্যয় ঘটলে প্রচলিত আইনেও প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে দেশ ও জনগণের কাছে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। ইতিবাচক সংবাদ প্রচার ও এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমগুলো নিজস্ব দায়বদ্ধতা রক্ষা করতে পারে।
From here