আসসালামু আলাইকুম। আমি নতুন ব্লগার। সামহোয়ারইনব্লগে বিচরন আমার অল্প কিছুদিনের। ব্লগে বিচরন করতে গিয়ে কিছু ব্লগারের অনেক অসাধারণ লেখা পড়েছি। যেমন, আরজুপনি, হাসান মাহবুব, মামুন রশিদ, সাইবার অভিযাত্রি, অলওয়েজ ড্রিম, অন্যমনষ্ক শরৎ,অপু তানভীর, মাসুদুল হক, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই শব্দহীন জোছনা, মাইনউদ্দিন মইনুল, সুমন কর , নিশাত তাসনিম কান্ডারি অর্থব, শের শায়রী, বশর সিদ্দিকী,মহামহোপাধ্যায় ,অধরা অষ্পরা, অস্পিসাইস প্রেইস ইত্যাদি। তাই এসব অসাধারন লেখকদের পোস্টে মন্তব্য করার লোভ থেকেই সামুতে আইডি খুললাম।
ভাবলাম যাক এবার মনোকামনা পূরণ করে আসি। যেসব অসাধারণ লেখা পড়েছি তাদের পোস্টে মন্তব্য করি এবং নিজের মতামত দিই। তাদের জানাই আমি আছি সামহোয়ারইন ব্লগে।
কিন্তু মন্তব্য করতে গিয়ে সম্পূর্ন হতাশ হতে হল আমাকে। আমি মন্তব্য করতে পারছিনা নতুন ব্লগার হিসাবে।
উপরে প্রদর্শিত নোটিশটি দেয়া আছে।
আর আমাকে ওয়াচে রাখা হয়েছে। ৭ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে।
ভাল লেখা পোস্ট দিলে প্রথম পাতায় সুযোগ দেয়া হবে না হলে ওয়াচেই থাকতে হবে।
কিন্তু ভাল লেখা পড়া ও মন্তব্য করার জন্যই আমার ব্লগে যোগদান করা।
তবে কি আমি মন্তব্য করতে পারব না?
এটা অমানবিক সিদ্ধান্ত।
তবুও মডারেটদের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হয়। তার ব্লগের ভালর জন্যই এটা করেছেন।
শেষ কথা হল : আমি লিখতে পারি বা না পারি । তবে নিয়মিত ব্লগ পড়ে যাব। আর যদি কোন দিন মন্তব্য করার সৌভাগ্য হয় তাহলে উপরে বর্নিত ব্লগারদের ব্লগে মন্তব্যতো করবই অন্যান্য ব্লগেও মন্তব্য করব।
সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। সবাই পাশে থাকবেন ও ভাল থাকবেন।
হ্যাপি ব্লগিং।