যদি এমন হইতো, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা মহাপরিচালক বা সচিব এমন কাউকে করা হয়েছে, যে কর্মক্ষেত্রে ছিলেন-দুর্নীতিতে হস্তসিদ্ধ। এজন্য তারা চরম শাস্তি পেয়েছেন।
শাস্তি ভোগ-উপভোগের পর তাকে বা তাদের বসানো হয়েছে ওইসব চেয়ারে। তখন তিনি বা তারা কোনো অনুষ্ঠানে যদি বক্তৃতায় বলতেন, জানেন, দুর্নীতি আমার জীবনটা হেল কইরা দিসে, দুর্নীতি কইরা পেট মোটা করছি, চর্বি বানাইসি বটে, কিন্তু এই সুখ আমার কপালে সয় নাই, ডায়াবেটিকস, হৃদরোগ আমারে খাইয়া দিসে। শুধু তাই না, সমাজ আমারে টিটকারি মাইরা কইতো, লোকটা চরম দুর্নীতিবাজ, সরকারের টেকা মাইরা পেট বানাইসে, ফ্ল্যাট কিনসে, মারসিডিজ বেঞ্চ গাড়ি কিনসে, মাসে মাসে ব্যাংকক যায় মাইয়া লইয়া ফুর্তি করতে।
খবর পাইতাম, অফিসের পিওনেও কইত, স্যার যেমনে মাল কামাইতাসে, আমাগো নোয়াখালীর স্যার সব খাইয়া লাইতাসে, বাপরে বাপ!
এক পর্যায়ে ধরা পড়ি। কত শালারে তখন কাঁচা টেকা ঘুষ দিসি, কইয়া বুঝাইতে পারুম না, কিন্তু বাঁচতে পারলাম না, শাস্তি হইল, বিভাগীয় মামলা হইল, পেনশন আটকাইয়া গেল গা। যা আমি আজও পাই নাই। পাওয়ার কোনো চান্সও দেখাতাসি না। দুর্নীতি কইরা যা কামাইছিলাম, হেডির ৫০ভাগ গেছেগা মুখ বন্ধ করাইতে, বাকিডি গেছে হেমনে-সেমনে। প্রশিক্ষণের টেকা মাইরা ১০ লাখ কামাইয়া পোলাডারে ভর্তি করছিলাম, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। পোলা আমার এক মাইয়ারে লইয়া ভাইগ্গা গেল গা। পড়াইতে পারলাম না। লন্ডনেই আছে জানি, আমার খবরও লয় না। একমাত্র মাইয়ারে ডাক্তার বানাইলাম, ভর্তি ফি'র টেকা, কলেজে যাওনের জন্যে প্রাইভেট কারের টেকা যোগাইলাম- কোটি টাকার ভূয়া টেন্ডার বানাইয়া। কিন্তু মাইয়া আমার গেল ইয়াবাখোর হইয়া। ডাক্তার বানাইতে পারলাম না। বউ আমারে ডিভোর্স দিয়া আরেক বেডার লগে গেল গা।
প্লিজ, আমার থেইক্কা শিক্ষা নেন, যদি দুর্নীতি না করতাম, তাইলে আজকে এইখানে খারাইয়া আপনে গোরে বেহায়ার মতন এইসব কওন লাগত না।
আমার গালে জুতা মারেন আর দুই হাত তুইলা চিল্লাইয়া প্রতিজ্ঞা করেন, ''জীবনে দুর্নীতি করুম না, করতে দিমু না''।
**** ব্যঙ্গ করে লিখেছি বটে। কিন্তু এমন ফর্মূলা প্রয়োগ করলে হয়তো কার্যকর ফল পাওয়া যেত। কিন্তু কোন দুর্নীতিবাজ স্বীকার করবেন, তিনি দুর্নীতি করে পেটে চর্বি জমিয়েছেন? স্বীকার করার দরকার নেই, সরকার তো জানেন, কে কেমন বোয়াল মাছ। সেই বোয়ালদের ওই চেয়ারে এমন রোল দিয়ে বসাবেন কী? সরকার চাইলে কী না পারেন?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০