পাখি, তুমি উড়ে বেড়াও, আকাশ জুড়ে।
আকাশটার নাম জানো, পাখি?
তার নাম হৃদয়, যেটা ঢিপঢিপও করে,
ওটারও কোনো সীমা পরিসীমা নেই।
তুমি সেখানে উড়ছ, আমি উপলব্ধি করছি মাত্র।
পাখি, তুমি সেই আকাশেই উড়ে বেড়াও,
তোমার মনের অজান্তে।
পৃথিবীর আকাশে পাখিদের অভাব নেই।
পৃথিবীর আকাশ উদার, অকৃপণ, সব পাখির জন্য বুক পেতে রেখেছে।
কিন্তু সীমাহীন হৃদয়ের আকাশে উড়বার বিধি-নিষেধ আছে।
সে আকাশে বিচরণের অধিকার শুধুমাত্র পাখির জন্য,
পাখি, তুমি জানো এটা, উপলব্ধি করতে পারো?
তোমার জন্য আকাশটা পথ চেয়ে আছে।
সে আকাশের বুকে ভেসে থাকা বাতাস তোমার ফুসফুসে প্রবেশ করতে চায়।
পাখি, তুমি জানো সে আকাশের কথা?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০০