অনুভব-অনুভূতির কী হয়েছে, বলতে পারি না কেন?
যখন প্রশ্ন ছুঁড়ি- তুমি আমাকে কতটুকু ভালবাস, তখন উদার আকাশের দিকে দু'হাত উদার ভঙ্গিতে ছড়িয়ে দিয়ে, দরাজ কণ্ঠে, নম্র হয়ে বলো, 'ওই আকাশের মতো সীমাহীন ভালবাসি'
অসংখ্যবার এ প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমি ভার হয়ে গেছি।
কিন্তু আজও দেখা পাইনি সে সীমানার। সীমাহীন কল্পনার আকাশে ভেসেও অনুমান করতে পারি না, কেমন হতে পারে সে সীমানা, সীমাহীন সীমানা। বোঝাও হয়ে উঠে না তোমার ভালবাসার গভীরতা...
আচ্ছা, বলতে পারো, আমার প্যারালাইসিস হয়েছে কি-না?
সেদিনের প্রশ্ন ছিল- আমি তোমাকে কতটুকু ভালবাসি বলতে, বুঝতে পারো? কীভাবে বোঝো?
ভালবাসাময় নম্র সুরে তোমার কণ্ঠ বলে দেয়- বুঝি, আমি সব বুঝি, হৃদয় দিয়ে বুঝি।
অসংখ্যদিন এ প্রশ্ন করে, একই উত্তর পেয়েছি।
কিন্তু বুঝে উঠতেই পারি না, হৃদয় দিয়ে কীভাবে বোঝো তুমি, অনুভব করতে পারি না কেন? এমন উত্তর পাবার পরও কেন উপলব্ধি করতে পারি না, তোমার অনুভূতি?
এবার উত্তর দেবে? আমি প্যারালাইসিসে আক্রান্ত কি-না?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ৯:২২