মাগো, ভাবনা কেনো?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে;
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি।
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।।
আমরা হারবো না, হারবো না;
তোমার মাটির একটি কণাও ছাড়বো না।
আমরা পাঁজর দিয়ে দূর্গ-ঘাঁটি গড়তে জানি;
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।।
আমরা অপমান সইবো না,
ভীরুর মতো ঘরের কোণে রইবো না।
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি;
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।।
আমরা পরাজয় মানবো না,
দূর্বলতায় বাঁচতে শুধু জানবো না।
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি;
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।।
**ওয়েস্ট ইণ্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমের সারাদেশকে আনন্দে ভাসিয়ে সর্বশেষ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলিয়ে দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জানাই। অব্যাহত থাকুক এই অবিস্মরণীয় আনন্দযাত্রা…**