আমি একদিন স্বপ্নে দেখছিলাম যে, আল্লাহর সাথে আলাপ করছি।
মহান আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন: "আমার সাথে কথা বলার ইচ্ছা আছে কি তোমার ?"
বললাম: "তোমার কি সময় আছে ?"
বললেন: "সময় আমার জন্যে কোন ব্যাপার নয়। আমার কোন সূচনা ও শেষ নেই। আমার কাছে এতো সময় রয়েছে যে, যা ইচ্ছা তাই করার সামর্থ্য রাখি। কি জানতে চাও তুমি, আমাকে জিজ্ঞেস কর ?"
জিজ্ঞেস করলাম: "মানব জাতীর কোন্ বিষয়টি তোমাকে বিস্মিত করে ?"
উত্তরে বললেন: "তারা যে, শিশু বয়সে ছোট থাকতে চায় না এবং বড় হওয়ার জন্য তাড়াহুড়া করে। অতঃপর আবার ছোট হওয়ার চিন্তা তাদের মাথায় ঘুরপাক খায়। তারা যে, টাকা অর্জন করার জন্যে নিজেদের সুস্থতাকে হারাচ্ছে এবং পুনরায় সুস্থতা পাওয়ার আশায় নিজেদের টাকা পয়সাকে হাত ছাড়া করছে।
তারা যে, মানসিক বা সামাজিক অশান্তির মধ্যে ভবিষ্যতের পরিকল্পনা করে এবং বর্তমানকে ভুলে যায়। ভবিষ্যত জীবনকেও হাত ছাড়া করে।
তারা যে, এমন ভাবে জীবন যাপন করে যেন কখনও মৃত্যু বরণ করবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা মারা যায় এবং আসলে কোন জীবন যাপনই করেনি।