১। সৎ বন্ধু ও অসৎ বন্ধূঃ
সৎ হলে কোন অসুবিধা নেই। মা ছেলে, ভাইবোন, স্বামি স্ত্রী ইত্যাদি এর বাইরেও হতে পারে আর তা ১০০% সম্ভব এবং টিকবে।
আর যদি অসৎ হয় এই অবস্থায় বুঝতেই পারছেন যে, ছলনা ভন্ডামি ছাড়া আর কিছুই না। = টিকবে না।
২। ইসলামি ওয়েতে বন্ধুত্ব ও অইসলমি ওয়েতে বন্ধুত্বঃ
যদি ইসলামি ওয়েতে বন্ধুত্ব হয় সেখানে ছেলে মেয়ে কোন বিষয় না মূল হচ্ছে আল্লাহর সান্নিধ্য। সেখানে শারীরিক মিলন তো দুরের কথা কোন অইসলমি কাজ সম্ভবপর নয়। দুপক্ষই হুশিয়ার যেহেতু দেখনে ওয়ালা খোদা স্বয়ং নিজে। একটা বিশেষ ইসলামি পরিধিতে বন্ধুত্ব ১০০% সম্ভব। হোক সে ছেলে কিংবা মেয়ে।
আর অইসলামি ওয়েতে স্বাভাবিক ভাবেই মাঝখানে তৃতীয় ব্যক্তি শয়তান থাকবে। আর ভনডামি, ধোকাবাজি, আকাম কুকাম সব কিছুই সম্ভব কিন্তু বন্ধুত্ব সম্ভব না।
৩। সময়ের বন্ধু ও অসময়ের বন্ধুঃ
সময়ের বন্ধুত্ব কিছুদিন থাকে তারপর শেষ। কিন্তু অসময়ের বা কষ্টের ও মুসিবতের সময়ের বন্ধু সব সময় থাকে।
আরও অনেক এরকম উল্লেখ করা যেতে পারে। কিন্তু ছেলে হোক কিংবা মেয়ে হোকনা কেন। তিনটে সময়ে সৎ বন্ধু খুজে বেড় করা জেতে পারে।
(ক) ভ্রমণের সময়ে সঠিক বন্ধু চেনা যায়।
(খ) কোন এক ছাদের নিচে কিছুদিন একসাথে বসবাস করলে বুঝা যায়।
(গ) বিপদের সময় ভাল বন্ধু চেনা যায়।
মোট কথা যে বন্ধু তার বন্ধুকে সৎ ও সঠিক পথ হতে সরিয়ে নিয়ে পথ ভ্রষ্টতার দিকে ঠেলে দেয় সে খখনও বন্দু হতে পারে না। বন্ধু সেই যে বন্ধুর সাহায্যে উন্নতির শিখরে উঠবে এবং বন্ধুকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর তাইতো আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বলছেন:
اللَّهُ وَلِی الَّذِینَ آمَنُوا یخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِینَ كَفَرُوا أَوْلِیاؤُهُمُ الطَّاغُوتُ یخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِیهَا خَالِدُونَ
"আল্লাহ ঈমানদারদের বন্ধু, তাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে বেড় করে হেদায়েতের আলোর দিকে নিয়ে যায়। আর যারা তাগুতের সাথে বন্ধুত্ব করে তারা কাফের হয়ে যায় আর তাদের বন্ধুরা তাদেরকে আলোর পথ থেকে বেড় করে অজ্ঞতার অন্ধকারে নিয়ে যায়। আসলে তারা জাহান্নামি সেখানেই সর্বদা থাকবে।"
অর্থাৎ বন্ধু সেই হবে যে বন্ধুকে গোবর থেকে তুলে নিয়ে লাল গোলাপ বানিয়ে দেবে। আর যারা বন্ধু নয় বরং বন্ধু সূলভ আচরণ করে বন্ধু সাজতে চায় তারা ফুলকে গাছ থেকে ছিড়ে আবর্জনা করে ফেলে দেবে। সেটা ছেলে হোক কিন্বা মেয়ে। ইসলামের গন্ডিতে থেকে বন্ধুত্ব করলে সব সম্ভব। এতো কিছুকে দৃষ্টিতে রেখে তার পর বলা যেতে পারে বন্ধুত্ব টেকবে কি টিকবেনা। সরা সরি বলা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৫