এই মধ্যাহ্নের দিনে পাশে এসো পারিজাত,
তোমাকে ছুঁয়ে থেকে অমরত্বের সংলাপ লিখি।
বন্ধ্যা সময়ের কাছে এসে ফিরে ফিরে যায়
ইউটোপিয়ান স্বপ্নের ডুবোজাহাজ।
আমার হাত ধরো পারিজাত।
আমি দুরন্ত কিশোরের মতো ছুটে বেড়াতে চাই
তোমার বুকের ঘ্রাণ মাখবো বলে।
অগুনন ছাই রঙা বিকেল মৌনতার সিম্ফনি তুলে
করতালিতে প্রস্থান করে।
তারপর বেশুমার মাতাল হয়ে দর কষে পতিতার যোনির।
আমি সন্তর্পণে পাশ কাটাই।
আমায় গান শোনাও পারিজাত।
কর্ণকুহরে আজ ঝিঁঝিঁদের আর্তনাদ।
রাত্রির শেষ ট্রেন ছুটে চলে বুক চিরে;
তামসীর গায়ে ধাতব গন্ধ বেওয়ারিশ ধুলোকে করে নেয় মুঠোর রুমাল।
আমি বার বার ফিরে আসি
সাদা কাগজের বিছানায়।
নিজের মুখাগ্নি করে যমুনার জলে অস্থিভস্ম ভাসাই।
সেও কি ধাবিত হয় তোমারই দিকে পারিজাত?
পারিজাত...
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৯