যুদ্ধাপরাধের মামলায় দন্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের গুডস হিলের বাসভবন ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ছেলে হুম্মাম কাদের চৌধুরী সম্প্রতি পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বাবাকে ‘শহীদ’ বলায় মুক্তিযোদ্ধাদের সন্তানরা এই কর্মসূচি দিয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর জামালখানের গণি বেকারি সংলগ্ন সালাহউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাসভবন ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশের এই আয়োজন করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট।
জানা যায়, সাকা চৌধুরীর বাড়ি ঘেরাওয়ের এই কর্মসূচিতে মূলত আওয়ামী লীগ ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। বিক্ষোভ থেকে দাবি করা হয়- মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। সাকাকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী শহীদ বলায় লাল-সবুজের পতাকার অবমাননা হয়েছে। এসময় তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ এবং সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান।
সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল ও স্থানীয় কাউন্সিলর নুর মোস্তফা টিনু উপস্থিত আছেন।
কোর্টেসি: মানবজমিন
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৮